Advertisement
Advertisement

Breaking News

মহরমের শোভাযাত্রায় খুন হল এক যুবক

আজমতের পরিবারের অভিযোগের ভিত্তিতেই তিন অভিযুক্তর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তাদের গ্রেফতার করে পুলিশ৷

A 19 year old was stabbed to death in Muharram procession
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 12, 2016 1:10 pm
  • Updated:October 12, 2016 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহরমের শোভাযাত্রায় নেশাগ্রস্ত তিন ব্যক্তির হাতে খুন হল ১৯ বছরের এক যুবক৷ এই ঘটনাকে কেন্দ্র করে বেঙ্গালুরুর কে আর পুরম এলাকায় চাঞ্চল্য ছড়ায় সোমবার রাতে৷ পুলিশ সূত্রের খবর, নিহত যুবক আজমত পাশা মহাদেবপুর এলাকার টেন্ট রোডের বাসিন্দা৷ তাঁর বাবা নবিদ পেশায় মেকানিক৷

সোমবার রাতে আজমত ও তাঁর দাদা সৈয়দ রোশন মহরমের শোভাযাত্রায় অংশগ্রহন করেন৷ সেখানেই ভুল বশত অভিযুক্তদের মধ্যে অন্যতম সুহেল নামের এক ব্যক্তির পায়ে ধাক্কা লাগে রোশনের৷ সেই সূত্র ধরেই তাদের মধ্যে বচসা শুরু হয়৷ আজমতও এই বচসায় জড়িয়ে পড়ে৷ তর্ক চলাকালীন আজমত সুহেলের গায়ে হাত তোলে৷ এরপরই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে৷ সুহেল নামের ওই অভিযুক্ত তার আরও দুজন সঙ্গীকে ফোন করে ঘটনাস্থলে ডাকে৷ এবং তিনজন মিলে আজমতকে আক্রমণ করে৷ সেই পরিস্থিতিতেই ছুরি দিয়ে সুহেল আজমতকে খুন করে বলে অভিযোগ৷ খুন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই তিন অভিযুক্ত৷ পথচারীরা তৎক্ষনাৎ আজমতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর৷ আজমতের পরিবারের অভিযোগের ভিত্তিতেই তিন অভিযুক্তর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তাদের গ্রেফতার করে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement