Advertisement
Advertisement
Mukesh Ambani

মুকেশ আম্বানিকে খুনের হুমকি! তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার ১৯ বছরের তরুণ

পর পর পাঁচটি হুমকি ইমেল করেছিল ওই তরুণ।

A 19-year-old arrested for allegedly sending threatening emails to Mukesh Ambani। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 4, 2023 3:20 pm
  • Updated:November 4, 2023 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পপতি মুকেশ আম্বানিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল ১৯ বছরের এক তরুণ। তার বিরুদ্ধে অভিযোগ, একাধিক বার রিলায়েন্স কর্তাকে হুমকি ইমেল করার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম গণেশ রমেশ ভানপার্ধি। তেলেঙ্গানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) ইমেল মারফত হুমকি দিয়ে ২০ কোটি টাকা চাওয়া হয়েছিল। পরে ফের একই ঠিকানা থেকে আসে আরও একটি ইমেল। সেখানে বলা হয়, ২০ নয়, ২০০ কোটি টাকা দিতে হবে। অন্যথায় খুন করা হবে রিলায়েন্স কর্তাকে। পরে অন্য একটি মেলে সেই অঙ্ক বাড়িয়ে ৪০০ কোটি করা হয়েছিল। এর পরও আরও দুটি মেল পান মুকেশ আম্বানি। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: আঁচ ভারতেও! হামাস-ইজরায়েল সংঘাতে সুনাকের সঙ্গে আলোচনা ‘উদ্বিগ্ন’ মোদির]

মুম্বইয়ের এক সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন, তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এই চক্রান্তের পিছনে আর কারা রয়েছে সবই তাঁরা খুঁজে বের করার চেষ্টা করছেন। ইমেলগুলি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল সেটির সাহায্যেই অভিযুক্তের সন্ধান মিলেছে। এখন দেখার, ওই তরুণের সঙ্গে আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা।

[আরও পড়ুন: ‘পাশে আছে ভারত’, ‘প্রচণ্ড’ চিনপন্থী নেপালকে আশ্বাস মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement