Advertisement
Advertisement
Gujarat

২৪ ঘণ্টা পার! ৫৪০ ফুট গভীর বোরওয়েলে আটকে রাজস্থানের তরুণী, দিশেহারা পরিবার

উদ্ধারকার্যে নেমেছেন এনডিআরএফ ও বিএসএফের জওয়ানরা। 

A 18 year girl stuck in 540 feet deep borewell in Gujarat

চলছে উদ্ধারকার্য।

Published by: Subhankar Patra
  • Posted:January 7, 2025 2:51 pm
  • Updated:January 7, 2025 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের চেতনা, মধ্যপ্রদেশের সুমিত। এবার বোরওয়েলে পড়ে গেলেন রাজস্থানের ১৮ বছরের তরুণী। সোমবার গুজরাটের ৫৪০ ফুট গভীর বোরওয়লে পড়ে যান তিনি। ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত, এখনও তাঁকে উদ্ধার করা যায়নি। তরুণী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। গর্তে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। উদ্ধারকার্যে নেমেছেন এনডিআরএফ ও বিএসএফের জওয়ানরা। 

সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের কচ্ছ জেলার ভুজ মহকুমার কান্দেরাই গ্রামের ৫৪০ ফুট গভীর বোরওয়েলের পড়ে যান তরুণী। পরিবার বিষয়টি থানায় জানায়। ছুটে আসে স্থানীয় উদ্ধারকারী দল। আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (NDRF) এবং বিএসএফ। গর্তে ক্যামেরা পাঠিয়ে গতিবিধি জানার চেষ্টা চলে। তখনই জানা যায়, ৪৯০ ফুট গভীরে আটকে রয়েছেন তরুণী। তবে কোনও নড়াচড়া লক্ষ করা যাচ্ছে না। তরুণী আদৌও জীবিত কি না দ্বন্দ্ব রয়েছে। কচ্ছের কালেক্টর অমিত অরোরা বলেন, “রাত থেকে জোর কদমে উদ্ধারকার্য চলছে। আমরা এখনও তরুণীর কাছে পৌঁছতে পারিনি। ক্যামেরায় তরুণীর কোনও নড়াচড়া দেখা যাচ্ছে না। তবে গর্তে আমরা অক্সিজেন পাঠাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে।” কেন তরুণীকে উদ্ধার করা যাচ্ছে না? কালেক্টর জানিয়েছেন, বোরওয়েলের মুখটি মাত্র ১ ফুট চওড়া তাই বারবার বাধার মুখে পড়তে হচ্ছে।

Advertisement

সূত্র মারফত জানা যাচ্ছে, তরুণীর বাড়ি রাজস্থানে। গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে আসে পরিবার। সঙ্গে আসেন তিনিও। তবে তিনি কীভাবে পড়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে, উদ্ধারকার্যে দেরি হওয়ায় প্রশ্ন উঠছে কেন প্রশাসন দ্রুত উদ্ধারের ব্যবস্থা করতে পারছে না।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে রাজস্থানের ৭০০ ফুট গভীর একটি বোরওয়েল থেকে তিন বছরের চেতনার দেহ উদ্ধার হয়। ১০ দিন আটকে ছিল সে। মধ্যপ্রদেশেও ৩৯ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় সুমিত নামে এক বালক। ১৬ ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement