Advertisement
Advertisement

স্কুলের ভিতর কিশোরীকে গণধর্ষণ রাজধানীতে

পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷

A 17-year-old girl was allegedly gang-raped by two men on the premises of a private school in Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 5:36 pm
  • Updated:October 27, 2018 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে ঠিকা কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এক নাবালিকাকে গণধর্ষণ করল দুই দুষ্কৃতী৷ পূর্ব দিল্লির একটি বেসরকারি স্কুলের ভিতর গত রবিবার এই নারকীয় ঘটনাটি ঘটেছে৷ নির্যাতিতা কিশোরী পুলিশকে জানিয়েছে, অভিযুক্ত দু’জনের মধ্যে একজন তার পূর্ব-পরিচিত৷ ওই ব্যক্তিই নাবালিকাকে লোভ দেখায়, স্কুলে ঠিকা কাজ পাইয়ে দেওয়ার৷

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ মূল অভিযুক্ত ১৭ বছরের ওই কিশোরীকে স্কুলে নিয়ে যায়৷ স্কুলে সে সময় এক নিরাপত্তারক্ষী ছাড়া আর কেউ ছিলেন না৷ এমনকী, ওই নিরাপত্তারক্ষীও অভিযুক্তর পূর্ব পরিচিত বলে অভিযোগ করেছে নির্যাতিতা কিশোরী৷ এরপরই স্কুলের একটি বন্ধ ঘরে নিয়ে গিয়ে মূল অভিযুক্ত ও নিরাপত্তারক্ষী দুজনে মিলে ওই কিশোরীকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷

Advertisement

নির্যাতিতা স্কুলের অ্যালার্ম বাজাতে সক্ষম হলে দুই অভিযুক্ত পালিয়ে যায়৷ কিশোরী বাড়ি ফিরে মা’কে গোটা ঘটনা খুলে বলে৷ জগৎপুরী পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে৷ পূর্ব দিল্লির ডিসিপি ঋষি পাল জানিয়েছেন, মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে৷

আরেকটি ঘটনায় দিল্লির পাঞ্চাবি বাগ এলাকায় ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement