Advertisement
Advertisement
stray dog

বাড়ির সামনেই কামড়ে, খুবলে হত্যা! এবার পথকুকুরের শিকার অটিজমে আক্রান্ত কিশোর

১১ বছরের কিশোরের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।

A 11-year-old special needs boy dies in stray dog attack in Kerala | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 12, 2023 4:00 pm
  • Updated:June 12, 2023 8:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিকেলে বাড়ির কাছেই খেলতে বেরিয়ে ছিল বিশেষভাবে সক্ষম ১১ বছরের কিশোর। সেই সময় একদল পথকুকুর (Street Dogs) হামলা চালায় তার উপরে। কামড়ে, খুবলে আধমরা করে দেয় কিশোরকে। কয়েক ঘণ্টা পর তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ভরতি করা হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন কিশোরের পরিবার এবং প্রতিবেশীরা। পথকুকুরের অত্যাচার নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায়। কেরলের (Kerala) মুজাপ্পিলাঙ্গদে। মৃত কিশোর নিহালের বাড়ি কাট্টিনাকামে। সে অটিজমে আক্রান্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতোই রবিবার বিকেলে খেলতে বেরিয়ে ছিল নিহাল। সন্ধে গড়ালেও ঘরে না ফেরায় পরিবার এবং প্রতিবেশীরা খুঁজতে বেরোয় কিশোরকে। খবর দেওয়া হয় পুলিশে। শেষ পর্যন্ত রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে ৩০০ মিটার দূরে খোঁজ মেলে গুরুতর আহত কিশোরের।

Advertisement

[আরও পড়ুন: সায়ন্তিকাকে ঘিরে বিক্ষোভ BJP’র, ইটের ঘায়ে ভাঙল নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ির কাচ]

উদ্ধারের সময় নিহালের সারা গায়ে ছিল আঁচড় ও কামড়ের চিহ্ন। রক্তাক্ত কিশোরকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পথকুকুরের নৃশংস হামলাতেই মৃত্যু হয়েছে কিশোরের। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন নিহালের পরিবারের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পথকুকুরের অত্যাচার বেড়েই চলেছে।

[আরও পড়ুন: লক্ষ টাকায় পঞ্চায়েতের টিকিট বিক্রির বাঁকুড়ায়! TMC নেতার বিরুদ্ধে ধরনায় দলেরই একাংশ

প্রসঙ্গত, গত কয়েক মাসে দেশে পথকুকুরের হামলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত এপ্রিলে আলিগড়ে পথ কুকুরের হামলায় মৃত্যু হয়েছে এক শিশুকন্যার।বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শিশুটিকে হত্যা করে একদল কুকুর। তার আগে আলিগড়েই পথকুকুরের হামলায় মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement