সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের চেতনা ৭ দিন ধরে ১৫০ ফুট গভীর বোরওয়েলে আটকে। তার মধ্যেই দুঃসংবাদ এল মধ্যপ্রদেশ থেকে। শনিবার গভীর গর্তে পড়ে যাওয়ার ১৬ ঘণ্টা পরে উদ্ধার ১০ বছরের বালকের মৃতদেহ। রবিবার একথা জানিয়েছে প্রশাসন।
শনিবার মধ্যপ্রদেশের গুণা জেলার জানজালি এলাকায়, শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি বোরওয়েলে পড়ে যায় দশ বছরের বালক সুমিত। জানা যায়, প্রায় ৩৯ ফুট গভীরে আটকে যায় সুমিত। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় এসডিআরএফ ও এনডিআরএফ এবং পুলিশের দল। বাচ্চাটির সুরক্ষা নিশ্চিত করতে গর্তে অক্সিজেনের পাইপ পাঠানো হয়।প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে সন্ধ্যা ৬টা থেকে পুরোদমে উদ্ধারকার্য শুরু করা হয়। সারারাত কাজ চলার পর রবিবার সকালে গর্তে নামেন উদ্ধারকারীরা। সাড়ে ৯টার নাগাদ সুমিতকে বোরওয়েল থেকে বার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকরা পরীক্ষা করেন। পরে তাকে মৃত বলে জানান তাঁরা।
গুণার অতিরিক্ত পুলিশ সুপার মানসিং ঠাকুর বলেন, “শনিবার বিকেল ৬টা থেকে উদ্ধারকার্য শুরু হয়। রবিবার সকালে তাকে উদ্ধার করা হয়।” তবে জীবন যুদ্ধে জিততে পারল না সুমিত। বারবার দেশজুড়ে বোরওয়েলে বাচ্চাদের পড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে ৭০০ফুট গভীর বোরওয়েলের পড়ে যায় তিনবছরের চেতনা। সেই দিন থেকেই সেখানে আটকে সে। এনডিআরএফ ও এসডিআরএফে দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ডাকা হয়েছে র্যাট হোল খননকারীদের। আজ রবিবার তাকে উদ্ধার করা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.