সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ৮ নভেম্বর নোট বাতিল ঘোষণা হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে উদ্ধার হয়েছে কোটি কোটি কালো টাকা৷ এর পাশাপাশি সাধারণ মানুষও নিজেদের কাছে গচ্ছিত টাকা জমা দিয়েছেন ব্যাঙ্কে৷ আর এরপরই ব্যাঙ্কে জমা হয়েছে মোট ১৫.৪ লক্ষ কোটি টাকা৷একটি বিদেশি সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে৷
সংবাদসংস্থা সূত্রে খবর, গত ১৪ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়েছিল ১২.৪৪ লক্ষ কোটি টাকা৷ আরবিআইয়ের তরফ থেকেই এই কথা জানানো হয়েছিল৷ জানা গিয়েছে নোট বাতিলের পর থেকে প্রায় ৯৭ শতাংশ বাতিল নোটই ফিরে এসেছে ব্যাঙ্কে৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই মোদির নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন৷ দেশে বিপুল পরিমাণে কালো টাকা মজুত ছিল বলেই নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু যদি বাতিল নোটের বেশিরভাগ ব্যাঙ্কে ফিরেই আসে, তবে কালো টাকার অস্তিত্ব নিয়েই প্রশ্ন ওঠে৷ অথচ কালো টাকা যে ছিল না তা নয়৷ তাহলে সেই টাকা কোথায় গেল? তা কি সাদা হয়েই ব্যাঙ্কে ফিরল, এ প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে৷ নোট বাতিলের মতো এতবড় সিদ্ধান্তেও কালো টাকার রমরমা আদৌ রোখা গেল কেন তা নিয়েই ধন্দ দেখা দিচ্ছে এই তথ্যে৷
একদিকে নোট বাতিলকে কেন্দ্র করে দেশের বিরোধী দলগুলি প্রধানমন্ত্রীর বিরোধিতায় সোচ্চার হয়েছে৷ সেখানে এই পরিমাণ বাতিল নোট ব্যাঙ্কে জমা পড়ায় বিরোধীরা যে মোদি বিরোধিতার নতুন ইস্যু খুঁজে পাবেন তা আর বলার অপেক্ষা রাখে না৷ যদিও আরবিআইয়ে ১৫ লক্ষ কোটি টাকা জমা পড়েছে কিনা তা কেন্দ্রের তরফে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.