Advertisement
Advertisement

Breaking News

RBI

বাতিল হবে কি ২০০০ টাকার নোট? এখনও বাজারে প্রায় ১০ হাজার কোটির মুদ্রা, মুখ খুলল RBI

২০০০ টাকার নোটের ৯৭.২৬ শতাংশ জমা পড়েছে রিজার্ভ ব্যাঙ্কে।

97.26 per cent of Rs 2000 notes returned, denomination continues to be legal tender, says RBI

ছবি: প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:December 1, 2023 3:37 pm
  • Updated:December 1, 2023 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ধারিত সময়সীমা পেরোনোর পরও ব্যাঙ্কে জমা পড়েনি প্রায় ১০ হাজার কোটির ২ হাজার টাকার নোট। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল রিজার্ভ ব্যাঙ্ক। তবে ওই নোট ‘অবৈধ’ নয়। এখনও নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ওই ২০০০ টাকার নোটগুলি ব্যাঙ্কে জমা করা যাবে। জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক (RBI)।

মে মাসের মাঝামাঝি রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) বাজার থেকে সব ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। বিবৃতি জারি করে আরবিআইয়ের তরফে জানানো হয়, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা করে বদলে ফেলতে হবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাঙ্কেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। পরে সেই ডেডলাইন ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়।

Advertisement

[আরও পড়ুন: রাজস্থান, মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়, ছত্তিশগড়ে শেষ হাসি কংগ্রেসের! বলছে এক্সিট পোল]

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করে জানাল, বাজারে থাকা সিংভাগ ২ হাজার টাকার নোটই জমা পড়েছে। তবে এখনও সামান্য কিছু নোট বাজারে রয়েছে। ওই ২০০০ টাকার নোটগুলি এখনও ‘বৈধ’। তবে তা নির্দিষ্ট প্রক্রিয়ায় জমা দিতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করলেই ওই নোট জমা দিয়ে সেই পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে ওই টাকা অন্য কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না।

[আরও পড়ুন: ‘কিছুই বিনামূল্যে দেওয়া উচিত নয়’, এবার সরকারি ভর্তুকির বিরোধিতায় সরব নারায়ণ মূর্তি]

RBI সূত্রের খবর, ১৯ মে ২০২৩ পর্যন্ত বাজারে ৩ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট চালু ছিল। এর মধ্যে ৯৭.২৬ শতাংশ রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়েছে। অর্থাৎ সিংহভাগ নোট রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ফিরেছে। এখনও প্রায় ৯ হাজার ৭৬০ কোটি টাকার ২০০০ টাকার নোট বাজারে পড়ে রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement