Advertisement
Advertisement

Breaking News

2024 Lok Sabha election

বার বার বাদ পড়েছেন ভোটার তালিকা থেকে, এই প্রথম ভোট দেবেন ৯২-এর বৃদ্ধ

জীবনে কখনও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, ৯২ বছরে স্বপ্নপূরণ খলিলের।

92 year old Khalil Ansari will vote for first time in 2024 Lok Sabha election

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:April 5, 2024 9:44 pm
  • Updated:April 5, 2024 9:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৯ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে গণতন্ত্রের উৎসব। জীবনে প্রথমবার এই উৎসবে যোগ দিতে চলেছেন ঝাড়খণ্ডের বিশেষ ক্ষমতা সম্পন্ন নবতিপর বৃদ্ধ খলিল আনসারি। শুক্রবার ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্য নির্বাচনী আধিকারিক রবি কুমার (Rabi Kumar) সাহেবগঞ্জ জেলার নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ৯২ বছর বয়সি খলিলের নাম ভোটার তালিকায় যুক্ত করার জন্য।

নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ৮৫ বছরের অধিক ও ৪০ শতাংশ শারীরিক অক্ষমতা রয়েছে এমন ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের ভোটগ্রহণ করবেন নির্বাচনী আধিকারিকরা। সেই নির্দেশ অনুযায়ী, রবি কুমারের নেতৃত্বে গ্রামে গ্রামে ঘুরে রিপোর্ট সংগ্রহ করছিলেন নির্বাচনী আধিকারিকরা। শুক্রবার সেই তথ্য সংগ্রহের জন্য রাজধানী রাঁচি থেকে ৪৫০ কিলোমিটার দূরে সাহেবগঞ্জে উপস্থিত হয়েছিলেন তিনি। তখনই নজরে আসে খলিলের বিষয়টি। খবর পেয়ে রবি কুমার নির্দেশ দেন ওই ব্যক্তি যাতে এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন দ্রুত তার ব্যবস্থা করার।

Advertisement

[আরও পড়ুন: দুর্বৃত্তকে নিরাপত্তা কেন? হাসপাতাল থেকে বেরতেই শাহজাহানকে ‘চোর’ স্লোগান উত্তেজিত জনতার]

এদিকে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন জানতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত বৃদ্ধ খলিল আনসারি। তিনি বলছেন, “আমি জীবনে কখনও ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। কারণ আমার নাম কখনও ভোটার তালিকায় তোলা হয়নি। আজ শেষ বয়সে এসে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে পারব জেনে সত্যি আনন্দ হচ্ছে।”

[আরও পড়ুন: স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার বীরভূমের ৫ যুবক]

রাজমহল সংসদীয় আসনের অন্তর্গত বড়খোরি গ্রামের বাসিন্দা খলিল আনসারি। এখানে ভোটগ্রহণের কথা রয়েছে আগামী ১ জুন। মুখ্য নির্বাচনী আধিকারিক রবি কুমারের নির্দেশ পেয়ে খলিলকে ইতিমধ্যেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছে কমিশন। খলিলের বাড়িতে গিয়েই তাঁর ভোটগ্রহণ করা হবে। ভোট দেবেন তো? খুশির খবর পাওয়ার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কৃতজ্ঞতা জানিয়ে আনসারি জানাচ্ছেন, “অবশ্যই।ভোট দেব প্রথমবার।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement