ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই নির্বাচন। তার ঠিক আগেই বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল নয় হাজারেরও বেশি ভোটার কার্ড। যা নিয়েই ইতিমধ্যেই বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস।
[ দল জিতলে তিনিই প্রধানমন্ত্রী, জানিয়ে দিলেন রাহুল গান্ধী ]
বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর নির্বাচন কেন্দ্রের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ভোটার কার্ডগুলি। সেই সঙ্গে পাওয়া গিয়েছে বেশ কিছু নির্বাচন সংক্রান্ত কাগজপত্র। নির্বাচনী কারচুপির কোনও কাজ সেখানে হচ্ছিল বলেই প্রাথমিক অনুমান। ঘটনাস্থল থেকে একটি প্রিন্টার ও ল্যাপটপও উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই এ ঘটনায় এফআইআর দায়ের করেছে নির্বাচন কমিশন। তবে ভোটের মুখে এতগুলো ভোটার কার্ড ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, ফ্ল্যাটটির মালিকানা এক বিজেপি নেতার। ফ্ল্যাটের যা কাগজপত্র পাওয়া গিয়েছে তাতেই এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানাচ্ছে কংগ্রেস।
Bengaluru: #Visuals from Flat No. 115 at SLV Park View Apartment in Jalahalli area from where 9,746 voter ID cards were found. Returning Officer along with other election commission officials present at the flat #KarnatakaElections2018 pic.twitter.com/PxOeaUdvS3
— ANI (@ANI) May 9, 2018
সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করে বলেন, পুরোটাই বিজেপির ইশারাতে হয়েছে। এখন বিজেপি সব জেনেও না জানার ভাণ করছে। ফ্ল্যাটটি এক বিজেপি নেত্রীর। তিনি তাঁর ছেলেকেই ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন, যে আবার বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল। সুতরাং পুরো ঘটনায় যে বিজেপির যোগ স্পষ্ট তাই-ই বারবার করে তুলে ধরার চেষ্টায় কংগ্রেস। দলের পক্ষ থেকে এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে।
These are news reports (in pic) pointing out prominent losers of the corporation polls & it mentions BJP’s Manjula Nanjamuri, sitting corporator of HMT ward, who contested from Jalahalli where flat no. 115 is situated: Congress on 9,746 voter ID cards found in a flat in Bengaluru pic.twitter.com/LKqfUYkz51
— ANI (@ANI) May 9, 2018
BJP leadership said M Nanjamuri’s son Rakesh, who EC says was a tenant of flat no. 115 where all these cards were found, also didn’t belong to BJP. I have list of BJP corporation candidates 2015 & at no.16, you find Rakesh to be BJP candidate from Jalahalli constituency: Congress pic.twitter.com/pEL9bIJxjn
— ANI (@ANI) May 9, 2018
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এটা কংগ্রেসের নাটক বলে পালটা অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের দাবি, যে নেত্রীর কথা বলা হচ্ছে তিনি ছয় বছর আগেই বিজেপি ছেড়েছিলেন। এখন বরং তিনি কংগ্রেসেরই লোক। ফলে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ যদি ওঠে তবে তা কংগ্রেসের বিরুদ্ধেই।
[ দুই বাঙালি বিজ্ঞানীর কীর্তিতে ওড়িশায় খোঁজ মিলল বিশ্বের প্রাচীনতম খনিজের ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.