Advertisement
Advertisement

Breaking News

NV Ramana

বিচারপতি নিয়োগে তৎপরতা, কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ প্রধান বিচারপতি রামানা

একমাসের মধ্যে হাই কোর্টগুলিতে ৯০ শতাংশ শূন্যপদ পূরণ হবে, জানালেন প্রধান বিচারপতি।

90% of the vacant posts in High Courts will be filed in another month, says CJI NV Ramana
Published by: Subhajit Mandal
  • Posted:September 4, 2021 5:10 pm
  • Updated:September 4, 2021 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের ততপরতার ভূয়সী প্রশংসা করলেন প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramanna)। দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনে একসঙ্গে ৯ জন বিচারপতি নিয়োগে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। কোনও আপত্তি ছাড়াই কেন্দ্র এই পদক্ষেপ করায় খুশি প্রধান বিচারপতি। তবে, ভারতের বিচার ব্যবস্থায় যে এখনও বহু খামতি রয়ে গিয়েছে, সেটা নিয়েও আক্ষেপ করেছেন প্রধান বিচারপতি রামানা।

শনিবার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (Bar Council of India) এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি দেশের বিচারপতি সংকট নিয়ে আলোকপাত করেন। তবে তাঁর আশা আর মাসখানেকের মধ্যেই দেশের হাই কোর্টগুলির ৯০ শতাংশ বিচারপতির শূন্যস্থান পূরণ হয়ে যাবে। তিনি বলছেন,”আর মাসখানের মধ্যেই দেশের হাই কোর্টগুলির অন্তত ৯০ শতাংশ শূন্যস্থান পূরণ হয়ে যাবে। আমাদের আইনমন্ত্রীকে (কিরেণ রিজিজু) ধন্যবাদ। মাত্র ৬ দিনের মধ্যে তিনি কোনও আপত্তি না জানিয়েই ৯ জন বিচারপতির নামে ছাড়পত্র দিয়েছেন।”

[আরও পড়ুন: C-Voter Survey: উত্তরপ্রদেশের মসনদে ফের যোগীই! পাঞ্জাবও খোয়াতে পারে কংগ্রেস, বলছে সমীক্ষা]

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট তিন মহিলা বিচারপতি-সহ মোট ন’জন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি (Judges) হিসেবে শপথ নিয়েছেন। একসঙ্গে এত জনের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে শপথ নেওয়ার ঘটনা দেশের ইতিহাসে এই প্রথম। মাত্র ৬ দিন আগে আগেই প্রধান বিচারপতি রামানার নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্ট কলেজিয়াম ন’টি নাম সুপারিশ করেছিল শীর্ষ আদালতের বিচারপতি নিয়োগের জন্য। সেই ছটি নামেই মাত্র কয়েকদিনের মধ্যে ছাড়পত্র দিয়ে দেয় কেন্দ্রীয় আইনমন্ত্রক।

[আরও পড়ুন: পুজোর আগেই উপনির্বাচন ভবানীপুরে, দিন ঘোষণা কমিশনের]

প্রসঙ্গত, এদিন বার কাউন্সিলের অনুষ্ঠানে পালটা প্রধান বিচারপতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতাও (Tushar Meheta)। তিনি বলেন, বিচারপতি রামানা এখন ভাল বিচারপতি হওয়ার পাশাপাশি ভাল মানুষও। প্রধান বিচারপতি ঈশ্বরের প্রতি ভীত নন। ঈশ্বরের প্রতি তাঁর ভালবাসা আছে। তিনি এমন একজন কর্তা যিনি নিজে কাজ করেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement