Advertisement
Advertisement
Accident

মুম্বই-গোয়া জাতীয় সড়কে ট্রাক-গাড়ি মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু এক শিশু-সহ ৯ জনের

ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা সকলের।

9 killed in head-on collision between car and a truck on Mumbai-Goa highway | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 19, 2023 11:40 am
  • Updated:January 19, 2023 11:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোরে মুম্বই-গোয়া জাতীয় সড়কে (Mumbai-Goa Highway) ভয়াবহ দুর্ঘটনা (Road Accident)। ট্রাক ও দশ আসনের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ শিশু-সহ ৯ জনের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। ভেতরে থাকা সকলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। যদিও ট্রাকটির তেমন একটা ক্ষতি হয়নি। কেন দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলায় মুম্বই-গোয়া জাতীয় সড়কের উপরে দুর্ঘনাটি ঘটে। রেপোলি গ্রামের কাছে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী ট্রাকটি জাতীয় সড়ক ধরে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে দশ আসনের গাড়িটি রত্নগিরি জেলার গুহাগারের দিকে যাচ্ছিল। কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রাকের সামনে চলে আসে। তখনই ভয়ংকর সংঘর্ষ হয়। যার ফলে গাড়িতে থাকা ৯ জনই মারা যায়। এদের মধ্যে পাঁচ জন পুরুষ তিন জন মহিলা এবং চার বছর বয়সি একটি শিশুও রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: তদন্তের স্বার্থে ‘সূত্র’ জানাতে বাধ্য সাংবাদিকও, রায় সিবিআই আদলতের]

দুর্ঘটনার খবর মিলতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গুরগাঁও পুলিশের একটি দল। যদিও ততক্ষণে গাড়িতে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানা গিয়েছে। পরে অবশ্য তা স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার কারণ খুঁজছেন পুলিশ আধিকারিকরা। ভোরে দুর্ঘটনা ঘটায় কুয়াশাকে ভিলেন ভাবা হলেও স্থানীয়রা সেই যুক্তি উড়িয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, এদিন ওই অঞ্চলে তেমন কুয়াশা ছিল না। তাহলে কি চালাক ঘুমিয়ে পড়ায় কিংবা মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা ঘটেছে? খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: সাতসকালে NJP স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট ৫ সেনা জওয়ান]

এদিকে বৃহস্পতিবার সাকলেই নিউ জলপাইগুড়ি স্টেশনে ঘটে গিয়েছে একটি মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে্ন ৫ সেনা জওয়ান। তাঁদের মধ্যে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলেও সূত্রের খবর। বাকি চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement