সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ হয় ৪ মাওবাদী। ওই ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যে ‘বদলা’ নিল নকশালপন্থীরা। বিজাপুরের কুটরু রোডে আইডি বিস্ফোরণের মুখে পড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন বেশ কয়েকজন ডিআরজি জওয়ান। ভয়ংকর বিস্ফোরণে ৯ জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। সম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার দাবি করেছেন, মাওবাদী দমনে সাফল্য এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী শূন্য হবে দেশ। যদিও বার বার নকশালপন্থীদের পালটা মারে সেই দাবি নিয়ে প্রশ্ন উঠছে।
ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, একটি অভিযান থেকে ফেরার সময় ডিআরজি জওয়ানদের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে জঙ্গলের ভিতরের রাস্তাটিতে বিরাট গর্তের সৃষ্টি হয়। বিস্ফোরণে দুমড়েমুচড়ে গিয়েছে গাড়িটি। বাস্তারের পুলিশকর্তা বলেন, “দান্তেওয়াড়া, নারায়াণপুর এবং বিজাপুরে যৌথ অভিযান সেরে ফিরছিল ডিআরজি-র গাড়ি। সোমবার দুপুর ২টো বেজে ১৫ মিনিট নাগাদ আমবেলী গ্রামের কাছে ওই গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ছত্তিশগড় পুলিশের এক আধিকারিকের দাবি, এটি গত দুই বছরে নিরাপত্তারক্ষীদের উপর সবেচেয়ে বড় হামলা।
প্রসঙ্গত, মাওবাদকে দেশ থেকে নির্মুল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। সম্প্রতি এই বিষয়ে বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন, ‘‘আমি বিশ্বাস করি, লড়াই এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব।’’ কেন্দ্রের রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৬৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি ৮৬১ জন গ্রেপ্তার ও ৭৮৯ জন নকশালপন্থী আত্মসমর্পণ করেছেন। যদিও বহু ক্ষেত্রেই পালটা মার দিচ্ছে তাঁরা। এর ফলেই, শাহ-র দাবি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.