Advertisement
Advertisement

গ্যাস জ্বালিয়ে রান্না যাত্রীদের! মাদুরাইয়ে চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন, মৃত অন্তত ৯

বেশ কয়েকজন আহতও হয়েছেন।

9 dead in train fire near Madurai station, passengers sneaked in gas cylinders | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 26, 2023 9:31 am
  • Updated:August 26, 2023 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে গ্যাস জ্বালিয়ে রান্না! যাত্রীর নির্বুদ্ধিতায় আগুন লেগে গেল দুটি কামরায়। প্রাণ গেল আটজনের। মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ে।

রেল সূত্রের খবর, আইআরসিটিসির (IRCTC) বিশেষ ট্রেন ভারত গৌরব এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছে। উত্তরপ্রদেশের লখনউ থেকে ওই বিশেষ ট্রেনটি রামেশ্বরম যাচ্ছিল। ওই বিশেষ ট্রেনে উত্তরপ্রদেশের বহু তীর্থযাত্রী ছিলেন। মাদুরাই স্টেশনের (Madurai Station) এক কিলোমিটার আগে কারশেডের কাছে ট্রেনটি দাঁড়িয়েছিল। তখনই ট্রেনটির একটি কামরায় আগুন লেগে যায়। ক্রমে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কামরাতেও।

[আরও পড়ুন: কবির সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হতেই খুন! ২০ বছর পর জেলমুক্ত উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী]

আগুন লাগার পরই খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে, ওই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় রেল হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।

[আরও পড়ুন: ‘মিথ্যা বলছেন মোদি’, লাদাখে চিনা ‘দখলদারি’ নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের]

সূত্রের খবর, রেলের (Indian Railway) প্রাথমিক তদন্তে উঠে এসেছে চলন্ত ট্রেনের ভিতরেই কোনও যাত্রী গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করছিলেন। তাতেই বিপত্তি বাধে। সেই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে। যা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন পুরো কামরায় ছড়িয়ে পড়ার আগে অবশ্য বেশিরভাগ যাত্রী অন্য কামরায় পৌঁছে যান। কিন্তু বয়স্করা অগ্নিদগ্ধ কামরা ছাড়তে পারেননি। মৃতদের বেশিরভাগই বয়স্ক যাত্রী।

মাদুরাইয়ের এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”ভারতীয় রেলে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আশা করব দ্রুত তদন্ত হবে। এবং দোষীরা শাস্তি পাবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement