Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

মধ্যপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন ভাঙল মন্দিরের পাঁচিল! মৃত ৯ শিশু

আহত শিশুদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

9 children died after a wall collapsed at a temple in Madhya Pradesh
Published by: Biswadip Dey
  • Posted:August 4, 2024 12:45 pm
  • Updated:August 4, 2024 1:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মধ্যপ্রদেশ। এক মন্দিরের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে ৯টি শিশুর মৃত্যু হল। আহত অনেকে। রাজ্যের সাগর জেলার শাহপুরের হর্দৌল বাবা মন্দিরের এই দুর্ঘটনা ঘটেছে। আহত শিশুদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন হঠাৎ ভেঙে পড়ে পাঁচিল।

[আরও পড়ুন: পোর্শেকাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে, স্কুটিচালক মহিলাকে শূন্যে উড়িয়ে দিল কিশোরের গাড়ি]

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় কবলে পড়া নাবালকদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে হাজির হন শীর্ষ আধিকারিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ”আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। যে পরিবারগুলি তাদের সন্তান হারিয়েছে সকলের জন্য আমার সমবেদনা। সরকার প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে।”

Advertisement

[আরও পড়ুন: চণ্ডীগড়ে আদালতের মধ্যে আমলাকে গুলি করে হত্যা! অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্তা শ্বশুর]

প্রসঙ্গত, এর আগে রাজ্যের রেওয়া জেলায় একটি বাড়ির পাঁচিল ভেঙে পড়ে স্কুলফেরত চারটি শিশু মারা যায়। তাদের বয়স ছিল ৫ থেকে ৭ বছরের মধ্যে। বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement

মধ্যপ্রদেশে বৃষ্টির মধ্যেই এই ধরনের পাঁচিল ভাঙার ঘটেছে বলে জানা যাচ্ছে। কেবল এই দুটি ঘটনাই নয়, ২০২৪ সালে দুশোর বেশি মানুষ মারা গিয়েছেন এই ধরনের দুর্ঘটনায়। ২০৬টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে। আংশিক ক্ষতি হয়েছে প্রায় আড়াই হাজার বাড়ির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ