Advertisement
Advertisement

Breaking News

AB-PMJAY beneficiarie

‘আয়ুষ্মান ভারতে’ বিরাট গরমিল! একই মোবাইলে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট, পরিষেবা পাচ্ছেন ‘মৃত’রাও

'এটা বড়সড় কেলেঙ্কারি'', বলছে বিরোধীরা।

9.85 lakh AB-PMJAY beneficiaries linked to same mobile number, says CAG report | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 10, 2023 11:12 am
  • Updated:August 10, 2023 11:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারতেও বড়সড় গরমিল। সংসদে এই প্রকল্প নিয়ে পেশ হওয়া CAG রিপোর্টে বড়সড় গরমিলের অভিযোগ প্রকাশ্যে এসেছে। বিরোধীদের অভিযোগ, শুধু গরমিল নয়, এটা বড়সড় কেলেঙ্কারি’। 

সিএজির রিপোর্ট অনুযায়ী আয়ুষ্মান ভারত প্রকল্পে লক্ষ লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট নথিভুক্ত হয়ে রয়েছে। স্রেফ 9999999999 এই নম্বরেই নথিভুক্ত হয়ে রয়েছে ৭ লক্ষ ৪৯ হাজার ৮২০টি অ্যাকাউন্ট। 8888888888-এই নম্বরে নথিভুক্ত হয়ে রয়েছে প্রায় ১ লক্ষ ৩৯ হাজার অ্যাকাউন্ট। প্রায় ৯৬ হাজার অ্যাকাউন্ট নথিভুক্ত 9000000000 নম্বরে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ অ্যাকাউন্ট নথিভুক্ত হয়ে রয়েছে ভুয়ো নম্বরে। এই অ্যাকাউন্টগুলির আদৌ অস্তিত্ব আছে কিনা, সেটাই এখন প্রশ্নের মুখে। এই অ্যাকাউন্টগুলির মধ্যে কেউ টাকা পেয়ে থাকলে সেই টাকা কোথায় গেল সে প্রশ্নও উঠছে।

Advertisement

[আরও পড়ুন: ফের পিছিয়ে গেল সুকন্যা মণ্ডলের জামিনের মামলা, মেয়ের খবর পেতে হয়রান অনুব্রত]

এছাড়াও একাধিক বিস্ফোরক অভিযোগ রয়েছে। একাধিক রাজ্যে দেখা যাচ্ছে, চিকিৎসা চলাকালীন কোনও রোগীর মৃত্যু হওয়ার পরও আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের আওতায় তাঁর চিকিৎসার খরচ বাবদ অর্থ বরাদ্দ করা হচ্ছে। এই সংখ্যাটাও প্রায় ৮০ হাজার। একই ব্যক্তি একই সঙ্গে একাধিক হাসপাতালে ভরতি থাকার দাবি করে এই প্রকল্পের আওতায় টাকা তুলেছে বলেও অভিযোগ উঠেছে। CAG রিপোর্ট বলছে, আয়ুষ্মান ভারতে নথিভুক্ত প্রায় ৪৩ হাজার পরিবার এমন রয়েছে যাতে সদস্য সংখ্যা ১৫ জন থেকে শুরু করে ২০১ জন পর্যন্ত। যা কিনা অসম্ভব। এক্ষেত্রেও রেজিস্ট্রেশনে গড়বড় হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

[আরও পড়ুন: IIT হায়দরাবাদের হস্টেলের ঘরে ছাত্রীর ঝুলন্ত দেহ, ব়্যাগিং করে খুনের অভিযোগ]

একের পর এক গরমিলের অভিযোগের মুখে কেন্দ্র অবশ্য সবটাই অস্বীকার করছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) দাবি, কোথাও কোথাও রেজিস্ট্রেশনের গণ্ডগোল হতে পারে। তার মানে এই নয় যে এই প্রকল্পে কোনও দুর্নীতি হয়েছে বা কেলেঙ্কারি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement