সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ গুজরাটের (Gujarat Election) প্রথম পর্বে ৮৯ আসনের নির্বাচন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা নাগাদ। নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রথম পর্বের নির্বাচনে মোট ৭৮৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এদের মধ্যে ৭০ জন মহিলা। বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি-সহ ছোটবড় ৩৯টি দল প্রার্থী দিয়েছে।
Voting for the first phase of #GujaratAssemblyPolls underway today. Visuals from VM Mehta College in Jamnagar as voters queue up to cast their votes. pic.twitter.com/a3rZvWz4F6
— ANI (@ANI) December 1, 2022
প্রথম দফার ভোটে ভোটারদের বুথমুখী করতে বিস্তর প্রচার চালিয়েছে নির্বাচন কমিশন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) এদিন সকালে রেকর্ড সংখ্যায় ভোটদানের আরজি জানিয়েছেন ভোটারদের কাছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভোটারদের বুথমুখী হওয়ার আরজি জানিয়েছেন। একই আরজি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। কংগ্রেসের তরফেও ভোটারদের বুথমুখী হওয়ার আরজি জানানো হয়েছে। তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাঁদের অভিযোগ, ভোটের পর ইভিএমের সুরক্ষায় কাজে লাগানো হচ্ছে গুজরাট পুলিশের হোমগার্ডদের। যা নিয়ম বিরুদ্ধ। ভোটের কাজে ত্রিপুরা রাইফেলেসের জওয়ানদের কাজে লাগানো নিয়েও আপত্তি রয়েছে কংগ্রেসের (Congress)। ইতিমধ্যেই কমিশনে নিজেদের আপত্তির কথা জানিয়েছে কমিশন।
Today is the first phase of the Gujarat elections. I call upon all those voting today, particularly first time voters to exercise their franchise in record numbers.
— Narendra Modi (@narendramodi) December 1, 2022
টানা ২৭ বছর ক্ষমতায় থাকায় গুজরাটে বিজেপি (BJP) বিরোধী হাওয়া প্রবল। তারপর মোরবির দুর্ঘটনা ‘গোদের ওপর বিষফোড়া’র মতো হয়েছে গেরুয়া শিবিরের জন্য। প্রথম পর্বেই এই গুজরাটে নির্বাচন। গতবারই পাঁচবারের মধ্যে সবচেয়ে কম আসনে জয় পায় মোদি-অমিত শাহদের (Amit Shah) দল। ১৮২ আসনের মধ্যে ঝুলিতে আসে ৯৯টি। কংগ্রেস পায় ৭৭ আসন। অন্যান্যরা ৬টি। এর মাঝে পাঁচ বছর অতিক্রান্ত। পাঁচবছরে একাধিকবার মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে পদ্ম শিবিরকে। এবারের নির্বাচনে শাসক বিজেপি (BJP) ও প্রধান বিরোধী কংগ্রেসের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দিল্লির শাসক দল। আপের দাবি, এবারের মুল লড়াই তাঁদের সঙ্গে বিজেপির। কংগ্রেস কোনও লড়াইয়েই নেই। তবে বিজেপি এবং কংগ্রেসের আপের সেই দাবিকে গুরুত্ব দিতে নারাজ। দুই শিবিরেরই দাবি, গুজরাটের মানুষের মনে আপের কোনও জায়গা নেই।
প্রথম পর্বে সবচেয়ে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গড়বি এবং রাজ্য সভাপতি গোপাল ইটালিয়া। বিজেপি নেতা হার্দিক প্যাটেল এবং ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। তবে এই পর্বে সবচেয়ে নজরকাড়া কেন্দ্র সেই মোরবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.