ফাইল ছবি
বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ২৭ লক্ষ ৬৭ হাজার ২৭৪ জন। মৃত্যু হয়েছে ৫২ হাজার ৮৮৯ জনের। রাজ্যে সংক্রমিত ১,২৫, ৯২২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৮১ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৩১: ২৪ ঘণ্টায় রাজস্থানে করোনা আক্রান্ত ১ হাজার ৩১২ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।
Rajasthan reports 1,312 new COVID-19 cases and 12 deaths, taking total cases to 65,289, including 14,416 active cases and 910 deaths: State Health Department pic.twitter.com/4MvlFYpYbv
— ANI (@ANI) August 19, 2020
রাত ১০.১০: ভয়াবহ পরিস্থিতি কর্ণাটকে। একদিনে সংক্রমিত ৮৬৪২ জন। শুধুমাত্র রাজধানী বেঙ্গালুরুতেই আক্রান্ত ২৮০৪। একদিনে মৃত্যু হয়েছে ১২৬ জনের।
8,642 new #COVID19 cases (including 2,804 cases from Bengaluru Urban), 7,201 discharges and 126 deaths reported in Karnataka today. The total number of cases rises to 2,49,590 including 81,097 active cases, 1,64,150 discharges and 4,327 deaths: State Health Department pic.twitter.com/8DbPCyb8ZE
— ANI (@ANI) August 19, 2020
রাত ৯.৫০: এখনও পুরোপুরি বাগে আসেনি দিল্লিতে করোনার সংক্রমণ। দৈনিক টেস্ট সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন দিল্লি হাই কোর্ট। রাজধানীর আকাশ থেকে দুশ্চিন্তার মেঘ এখনও কাটেনি।
Delhi High Court expresses concern after taking note that “the numbers of COVID-19 cases are still floating around 1,300 odd cases in the national capital and testing through RT-PCR varies in the range of 2,927 to 6,015 tests with an average of less than 5,000 tests per day.” pic.twitter.com/jDk1vJXdFN
— ANI (@ANI) August 19, 2020
সন্ধে ৮.৪০: রাজ্যে একদিন করোনা আক্রান্ত ৩১৬৯। মৃত্যু হয়েছে ৫৩ জনে। মোট আক্রান্ত বেড়ে হল ১,২৫, ৯২২। মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৮১। তবে আশা জোগাচ্ছে সুস্থতার হার বৃদ্ধি। সুস্থতার হার ৭৬ শতাংশ ছুঁইছুঁই।
West Bengal reports 3,169 new #COVID19 cases and 53 deaths today. The total number of cases rises to 1,25,922 and the death toll stands at 2,581. There are 27,678 active cases: State Health Department pic.twitter.com/w5UqcIDeIY
— ANI (@ANI) August 19, 2020
সন্ধে ৬.০০: কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় আড়াই হাজার।
2,333 new #COVID19 cases, 1,217 recoveries & 7 deaths reported in Kerala today. There are 17,382 active cases in the state & 32,611 recovered cases in the state till date: State Health Department, Kerala pic.twitter.com/F5rNmjtl7h
— ANI (@ANI) August 19, 2020
বিকেল ৫.১৪: অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ১০ হাজার জন।
9,742 new #COVID19 cases and 86 deaths reported in Andhra Pradesh in the last 24 hours, taking total number of cases to 3,16,003 including 86,725 active cases, 2,26,372 recoveries and 2,906 deaths: State Health Department pic.twitter.com/fdAQ51b9GV
— ANI (@ANI) August 19, 2020
বিকেল ৪.৫৩: Serum Institute ভ্যাকসনিরে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে। ১৬০০ জন স্বেচ্ছাসেবীর উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
Serum Institute initiates phase 2, 3 clinical study on 1,600 volunteers for potential COVID-19 vaccine
Read @ANI Story | https://t.co/P7zl7ZP412 pic.twitter.com/jKLnTHS0DB
— ANI Digital (@ani_digital) August 19, 2020
বিকেল ৪.৪৫: করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন রাজ্যে মন্ত্রী স্বপন দেবনাথও।
বিকেল ৪.৪০: করোনাযুদ্ধে জয়ী হয়ে ১৪ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহেশতলার বিধায়ক দুলাল চন্দ্র দাস। গত ৫ আগস্ট তিনি করোনা পজিটিভ হন। ওইদিনই তাঁকে ভরতি করা হয় মহেশতলার কস্তুরী দাস সুপার স্পেশালিটি হাসপাতালে। পাঁচদিন আগে তাঁর আবার করোনা পরীক্ষা হলে রিপোর্ট নেগেটিভ আসে। ১৪ দিন হাসপাতালে থেকে চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হওয়ার পর বুধবারই ৭৬ বছর বয়সী এই প্রবীণ বিধায়ককে হাসপাতাল থেকে ছাড়া হয়।
বিকেল ৪.০০: নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত আরও ৫ জন।
দুপুর ২.৪৭: ইরানে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার।
দুপুর ৩.১২: মেঘালয়ে করোনা আক্রান্ত ৪৯ জন। তাঁদের মধ্যে ১৭ জনই বিএসএফ জওয়ান।
দুপুর ২.৫৭: নেপালের রাজধানী কাঠমান্ডুতে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করল ওলি সরকার। এমনকী, সেখানে গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা জারি হল।
বেলা ১.৩৭: দেশে করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় কোভিডমুক্তির সংখ্যা রেকর্ড গড়েছে। একদিনে সুস্থ হয়েছে ৬০ হাজারেরও বেশি।
The total number of recoveries has crossed 2 million today with highest-ever single day recoveries of 60,091 in the last 24 hours. Recovery rate at 73.64%: Ministry of Health and Family Welfare#COVID19 https://t.co/a4fO3CDyoB
— ANI (@ANI) August 19, 2020
বেলা ১.২০: দেশে মৃত্যুহার কমে দাঁড়াল ১.৯১ শতাংশ।
বেলা ১২.৫৫: দক্ষিণ কোরিয়ায় ফের বাড়ছে করোনা সংক্রমণ। গিরজায় জমায়েত করছেন নাগরিকরা। সেখান থেকেই করোনা ছড়াচ্ছে বলে মনে করছে প্রশাসন।
বেলা ১২.৪২: করোনা আক্রান্ত ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বৈঠকের পরদিনই সংক্রমিত হয়েছেন তিনি
বেলা ১২.৩৫: বাংলার নিউটাউনে প্রথম ব়্যাপিড টেস্টিং সেন্টার চালু হল।
সকাল ১১.৫০: হংকং এয়ার ইন্ডিয়ার বিমানের উপর সাময়িক নিষেধাজ্ঞা চাপাল। বিমানের এক যাত্রী করোনা আক্রান্ত হওয়ায়, আগস্টের শেষঅবধি হংকংয়ে যাবে না ভারতের বিমান।
সকাল ১১.৪০: রাজস্থানে করোনা আক্রান্ত আরও ৬৯৯ জন।
Rajasthan reports 699 new #COVID19 cases and 10 deaths today. The total number of cases in the State stands at 64,676 and the death toll is at 908. There are 14,684 active cases: State Health Department pic.twitter.com/DWxznLo86x
— ANI (@ANI) August 19, 2020
সকাল ১০.৪০: তেলেঙ্গানায় করোনা আক্রান্ত আরও ১৭০০ জন।
1,763 new #COVID19 cases, 1,789 recoveries & 8 deaths reported in Telangana on August 18, taking the total number of cases to 95,700 in the state.
The total number of cases includes 20,990 active cases, 73,991 recoveries & 719 deaths so far: State Health Department pic.twitter.com/DQS7XnHDXS— ANI (@ANI) August 19, 2020
সকাল ৯.৩৮: পরপর তিনদিন সংক্রমণ কমার পর একলাফে অনেকটাই বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৩১ জন। মৃত্যু হয়েছে ১০৯২ জনের।
Spike of 64,531 cases and 1092 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 27,67,274 including 6,76,514 active cases, 20,37,871 discharged/migrated & 52,889 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/vWHInDpgFW
— ANI (@ANI) August 19, 2020
সকাল ৯.৩৫: গত ২৪ ঘণ্টায় দেশে আট লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
Total samples tested up to 18th August is 3,17,42,782 including 8,01,518 samples tested yesterday: Indian Council of Medical Research#COVID19 pic.twitter.com/is0RWvaDKs
— ANI (@ANI) August 19, 2020
সকাল ৯.২০: মিজোরামে করোনা আক্রান্ত আরও ৮৬০ জন।
Total number of #COVID19 cases rises to 860 in Mizoram, including 481 active cases and 379 discharged cases: State Health Department, Mizoram pic.twitter.com/pntrBjZrE5
— ANI (@ANI) August 19, 2020
সকাল ৯.১০: পুণেতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। মেয়রের সাফাই, অনেক বেশি লালারসের নমুনা পরীক্ষা করা হচ্ছে, তাই বেশি আক্রান্তের হদিশ মিলছে।
Pune has reported more number of cases due to a large number of tests being conducted here, which is more than Mumbai. Also, more number of people are being discharged after recovery: Pune Mayor Murlidhar Mohol on Pune having more number of #COVID19 cases than Mumbai #Maharashtra pic.twitter.com/OHwc0SuR4R
— ANI (@ANI) August 19, 2020
সকাল ৮.১৫: ১৩ দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচাল চালু নিয়ে কথা বলছে ভারত।
সকাল ৮.১০: মহামারী আবহেও উত্তরপ্রদেশে জালুন জেলার এক সরকারি স্কুলে ক্লাস চলছে। স্কুলে আসছেন খুদে পড়ুয়ারাও।
A private school in Jalaun conducted classes by calling students to the school amid #COVID19. Premchand, Basic Shiksha Adhikari says, “No instructions have been issued by govt to reopen schools. Strict action will be taken against the manager & principal of the school.” (18.8) pic.twitter.com/HHeNscvA6L
— ANI UP (@ANINewsUP) August 19, 2020
সকাল ৮.০৮: অস্ট্রেলিয়ায় করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। জানালেন সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সকাল ৮.০০: ব্রাজিলে করোনা সংক্রমিতের সংখ্যা ৩০ লক্ষের গণ্ডি ছাড়াল। মৃতের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.