Advertisement
Advertisement

ছাগল বিক্রির টাকায় শাশুড়ির জন্য শৌচালয় তৈরি করে নজির বৌমার

শাশুড়ি-বৌমার এমন রসায়ন আর কোথাও মিলবে?

80-year-old woman sells goats, gifts 102-Year-Old Mother-In-Law toilet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2017 1:43 pm
  • Updated:May 15, 2017 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদা ও কাঁচকলার মধ্যে যেমন বৈরিতা, তেমন উপমাই সাধারণত উঠে আসে শাশুড়ি-বৌমার সম্পর্কের ক্ষেত্রে৷ এমনকী, টেলিভিশনের জগতেও এই সম্পর্কের আঙিনায় মিষ্টত্ব কম, তিক্তভাবের উদাহরণই বেশি৷ কিন্তু ব্যতিক্রম তো হামেশাই থাকে৷ আর তাই সৃষ্টি করে ইতিহাস৷ ইতিহাসের এমনই এক অধ্যায় রচিত হল কানপুরের অনন্তপুর গ্রামে৷ যেখানে রোজগারের একমাত্র সম্বল হিসেবে থাকা পোষা ছাগল বেচে ১০২ বছরের শাশুড়িকে শৌচালয় উপহার দিলেন ৮০ বছরের বৌমা৷

[রাম মন্দির নির্মাণে ১৫ কোটি দানের ঘোষণা মুসলিম নেতার]

Advertisement

সারা দেশে স্বচ্ছ ভারতের দামামা বাজিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন্দ্রের তরফ থেকে পাকা শৌচালয় তৈরির আশ্বাসও মিলেছিল৷ কিন্তু কোথায় কী?  আশি বছরের চন্দনাদেবীর বাড়ির দুয়ারে এসে আজও পৌঁছায়নি একখান ইট৷ জেলা প্রশাসন থেকে গ্রামের পঞ্চায়েত প্রধান, সবার কাছে গিয়েছেন আশি বছরের বৃদ্ধা৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ অগত্যা তাঁকে ও তাঁর ১০২ বছরের শাশুড়িকে খোলা স্থানেই যেতে হত শৌচকর্মের জন্য৷ কিন্তু এর মধ্যেই একদিন শৌচকর্ম করতে গিয়ে পায়ের হাড় ভেঙে বসেন শতায়ু পেরনো বৃদ্ধা৷ এরপরই চন্দনা দেবী সিদ্ধান্ত নেন, আর কারও আশায় বসে থাকবেন না৷ নিজের রোজগারের যেটুকু সম্বল ছিল সেই পাঁচটি ছাগল তিনি বিক্রি করে দেন৷ সে টাকা দিয়েই বৃদ্ধা শাশুড়ির জন্য তৈরি করে দেন শৌচালয়৷ আর হয়ে ওঠেন প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের অন্যতম প্রতীক৷

[জানেন, রাজনীতিতে যোগ দিলে প্রথমেই কী করবেন রজনীকান্ত?]

 

কিন্তু প্রধানমন্ত্রী মোদির ঘোষণার পরও কেন শৌচালয় তৈরি হল না চন্দনাদেবীর বাড়িতে?  এ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল জেলা প্রশাসন ও পঞ্চায়েত প্রধানকে৷ দুই পক্ষই এক একে অন্যের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত৷ একদিকে পঞ্চায়েত প্রধানের দাবি, তালিকা দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে৷ আর অন্যদিকে জেলা প্রশাসনের আরও নাকি সময়ের প্রয়োজন৷তবে সে সময়ের ধার আর ধারেননি চন্দনাদেবী৷ কষ্ট করে হলেও নিজের উপায় নিজেই করে নিয়েছেন৷

[চর্মরোগ নেই, প্রমাণ দিতে বিয়ের আসরেই নগ্ন কনে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement