সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক অ্যাকাউন্ট নেই। নেই ইনস্টাগ্রাম কিংবা টুইটার। করোনা (CoronaVirus) কালে ‘দেখুন আমি জনসেবা করছি’ বলে ছবি পোস্ট করতেও জানেন না। শুধু একটাই আসক্তি আছে ৮০ বছরের অশক্ত দেহে। মানুষের পাশে দাঁড়ানোর আসক্তি। সেই তাগিদেই গত ৩০ বছর ধরে ইডলি বেচে চলেছেন কোয়েম্বাটোরের কে কমলাথাল (K Kamalathal)। তাও মাত্র ১ টাকার বিনিময়ে। হ্যাঁ, গল্প নয় সত্যি! মহামারী পরিস্থিতিতেও ১ টাকাতেই ইডলি বেচছেন তিনি। যাতে কেউ অভুক্ত না থাকে।
মাথার চুলে পাক অনেকদিন আগেই ধরেছে। শরীরের সর্বত্র বয়সের ছাপ। হাঁটতে, চলতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু এখনও রোজ সূর্য ওঠার আগে উঠে পড়েন কমলাথাল। নিজের মাটির উনুনে আগুন জ্বালান। তাতেই তৈরি করেন সাদা, ফুলকো ধোঁয়া ওঠা ইডলি। সকাল থেকেই দোকানে আসতে থাকেন গ্রাহকরা। একটি টাকার বিনিময়ে পেট ভরে খেয়ে যান। ফোকলা দাঁতেই হাসিমুখে সকলকে পরিবেশন করেন ৮০ বছরের বৃদ্ধা।
তিন দশক ধরে রোজ একই কাজ করে যাচ্ছেন কমলাথাল। আজও ক্লান্তি নেই তাঁর। হ্যাঁ, করোনা (COVID-19) পরিস্থিতির জন্য উপকরণের দাম বেড়েছে। কিন্তু তিনি নিজের ইডলির দাম এক পয়সাও বাড়াতে রাজি নন। কারণ কমলাথাল চাননা, তাঁর দুয়োর থেকে কেউ অভুক্ত থেকে ফিরে যাক। মানুষের সেবাই জীবনের ব্রত করে নিয়েছেন তিনি। হালফিলের দুনিয়ায় সাহায্য করার আগে মোবাইল ক্যামেরার ফ্রেম করে নেন অনেকে। সেই ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেও সময় লাগে না। কিন্তু সোশ্যাল মিডিয়া, ট্রোলিং, ট্রেন্ডিং বিষয়গুলি যে কী তা এই কোয়েম্বাটোরের বৃদ্ধা জানেন না। তিনি শুধু জানেন একটি মন্ত্র, মানুষের সেবা। ছবি তার ছড়িয়েছে কিছু সংবাদমাধ্যমের সৌজন্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.