Advertisement
Advertisement
Kerala

মোবাইল মুখের কাছে আনতেই ভয়াবহ বিস্ফোরণ, কেরলে মৃত্যু ৮ বছরের শিশুকন্যার

গেম খেলার মাঝে বিস্ফোরণ হয় মোবাইলে।

8 year old Kerala Girl Dies As Mobile Phone Explodes In Her Face | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:April 25, 2023 2:21 pm
  • Updated:April 27, 2023 1:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চার্জে বসানো অবস্থায় কথা বলার সময় মোবাইলে বিস্ফোরণে (Mobile Phone Blast) মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক ব্যক্তির। এবারের ঘটনা কেরলের (Kerala)। সেখানে গেম খেলার মাঝে আচমকা মোবাইলে বিস্ফোরণে মৃত্যু হল ৮ বছরের শিশুর। গতকাল রাতে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠিক কী কারণে ওই মোবাইল ফোনটিতে বিস্ফোরণ ঘটল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম আদিত্যশ্রী। বয়স আট বছর। কেরলের তিরুভিলভামালার বাসিন্দা সে। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, ওই সময় ফোনে গেম খেলছিল তৃতীয় শ্রেণির পড়ুয়া আদিত্যশ্রী। খেলতেই খেলতেই ফোনটি মুখের কাছে এনেছিল সে, তখনই সেটিতে ভয়ংকর বিস্ফোরণ ঘটে যায়। গুরুতর জখম হয় সে। ঝলসে যায় তার মুখ। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় শরীরে উপর অংশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাকে।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে নির্লিপ্ত মনোভাব সংঘ পরিবারের, বেকায়দায় বঙ্গ বিজেপি]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় থানায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে ফোনের ধ্বংসাবশেষ।

[আরও পড়ুন: রাজ্যের সম্মতি ছাড়াই তদন্ত! সিবিআইকে আরও ক্ষমতা দিতে নয়া আইনের প্রস্তাব]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement