Advertisement
Advertisement

Breaking News

Kashmir

জঙ্গি দমনে বিরাট সাফল্য, ২৪ ঘণ্টায় কাশ্মীরে খতম আট জেহাদি

সোপিয়ান, পাম্পোরে জোড়া অভিযান।

8 terrorists has been eliminated in two encounter in Kashmir
Published by: Paramita Paul
  • Posted:June 19, 2020 10:58 am
  • Updated:June 19, 2020 11:05 am  

সোমনাথ রায়, নয়াদিল্লি: কাশ্মীরে জঙ্গি (terrorist) দমন অভিযানে জোড়া সাফল্য পেল যৌথবাহিনী। একদিকে পাম্পোরের (Pampore) মসজিদে লুকিয়ে থাকা দুই জঙ্গি-সহ মোট তিনজনকে নিকেশ করল সেনা। অন্যদিকে, সোপিয়ানে (Sophian) এনকাউন্টের খতম আরও পাঁচ জঙ্গি। সবমিলিয়ে শুক্রবার ভূস্বর্গে আট জেহাদিকে খতম করল যৌথবাহিনী। 

চলতি বছরের গোড়া থেকেই কাশ্মীরের লাগাতার জঙ্গি দমন অভিযান চলছে। তাতে সাফল্যও পেয়েছে পুলিশ ও যৌথবাহিনী। বৃহস্পতিবার দুপুরে পাম্পোরের মীজ এলাকায় তিন জেহাদির লুকিয়ে থাকার খবর মেলে। গোটা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনীর সদস্যরা। তিন সন্ত্রাসবাদিকে আত্মসমর্পন করতে বলা হয়। কিন্তু লাভ হয়নি। বরং জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে তারা। পালটা গুলি ছোঁড়ে যৌথবাহিনীও। তাতেই এক জঙ্গি নিকেশ হয়। বাকি দুজন স্থানীয় মসজিদে আত্মগোপন করে। রাতভর অভিযানের পর শুক্রবার ভোরে দুজন জেহাদিকে খতম করে যৌথবাহিনী। এ প্রসঙ্গে জম্মু কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানান, মীজ (Meej) এলাকায় তিন সন্ত্রাসবাদি পুলিশের জালে ধরা পড়েছিল। তাদের মধ্যে দুজন মসজিদে আত্মগোপন করে। তবে শেষরক্ষা হয়নি। তিনজনকেই খতম করেছে যৌথবাহিনী। গোটা এলাকায় তল্লাশি চলছে।

Advertisement

[আরও পড়ুন : চিন ইস্যুতে বাড়তি সতর্কতা, বিকেলে মোদির সর্বদলে থাকছেন সোনিয়া, ইয়েচুরিও]

এদিকে সোপিয়ানে এদিন ভোর থেকে গুলির লড়াই শুরু হয়।  বান্দপোরা এলাকায় পাঁচ জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনীর সদস্যরা। দীর্ঘ গুলির লড়াইয়ে মোট পাঁচজন জেহাদিকে নিকেশ করা হয়। এখনও এলাকায় তল্লাশি চলছে। 

[আরও পড়ুন : স্বস্তি দিচ্ছে সুস্থতার হার, দেশে করোনা যুদ্ধে জয়ী দু’লক্ষেরও বেশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement