Advertisement
Advertisement

পলাতক ৮ সিমি জঙ্গিকে নিকেশ করল পুলিশ

দেশজুড়ে জারি করা হল সতর্কতা!

8 SIMI terrorists flee from Bhopal Central Jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 31, 2016 11:36 am
  • Updated:October 31, 2016 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোরবেলা জেল ভেঙে পালিয়ে গিয়েছিল নিষিদ্ধ সংগঠন সিমি (স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া)-র আট জঙ্গি৷ কিন্তু বেলা গড়াতেই খবর আসে, জেলের ১০ কিলোমিটার দূরে একটি গ্রামে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে পলাতক ৮ জঙ্গিই৷

সোমবার ভোরবেলা বিছানার চাদরের সাহায্যে জেলের পাঁচিল টপকে পালায় জঙ্গিরা৷ পালানোর সময় স্টিলের প্লেট দিয়ে জেলের রক্ষীর গলা কেটে খুন করে। এই ঘটনার পর মধ্যপ্রদেশ জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহ্বানের কাছ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চান৷ বিরোধীরা কংগ্রেস এই ঘটনায় সরকার-জঙ্গি সংগঠনের মধ্যে গোপন আঁতাতের অভিযোগ তুলেছে৷ পুলিশ প্রথম থেকেই জোরদার তল্লাশি অভিযান শুরু করে৷ নাকা তল্লাশি শুরু হয় রাজ্য জুড়ে৷

Advertisement

ডিআইজি ভোপাল রামন সিংহ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভোর তিনটে নাগাদ আটজন জঙ্গি জেলের নিরাপত্তারক্ষীকে হত্যা করে পালিয়েছিল৷ জঙ্গিদের খোঁজে জারি ছিল তল্লাশি অভিযান৷ বেলার দিকে পুলিশের কাছে খবর আসে, জেল থেকে ১০ কিলোমিটার দূরের এক গ্রামে পুলিশ পলাতক জঙ্গিরা লুকিয়ে রয়েছে৷ তখনই ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেন পুলিশের শীর্ষকর্তারা৷ ঘটনাস্থলে পৌঁছে, জঙ্গিদের আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও তারা পালানোর চেষ্টা করে৷ তখনই চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ জঙ্গিদের বিরুদ্ধে গুলি চালায় বলে খবর৷ গুলিতে নিকেশ হয় আট জঙ্গি৷

মধ্যপ্রদেশে অবশ্য জঙ্গিদের জেল থেকে পালানোর ঘটনা নতুন নয়৷ ২০১৩ সালে সাত সন্দেহভাজন জঙ্গি খান্ডওয়া জেলের শৌচাগারের জানালা দিয়ে পালিয়ে যায়৷ পালানোর সময় দুই নিরাপত্তারক্ষীকে জখম করে তাঁদের রাইফেল ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় জঙ্গিরা৷ এদিন জঙ্গিরা পালানোয় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপিন্দর সিং কর্তব্যে গাফিলতির অভিযোগে ৫ কারা আধিকারিককে বরখাস্ত করেন৷ কেন্দ্রীয় গোয়েন্দারা অবশ্য পলাতক সাতজনের মধ্যে চারজনকে নিয়ে বেশি চিন্তিত ছিলেন৷ যাদের বিরুদ্ধে মধ্যপ্রদেশ, অন্ধ্র, তেলেঙ্গানা, কর্নাটকে একাধিক জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ছিল পুলিশের কাছে৷ ভোপাল সেন্ট্রাল জেলের ডিজি সঞ্জয় চৌধুরি এদিন জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এডিজি(কারা)-কে৷ রাজধানী দিল্লিতেও জারি হয়েছে সতর্কতা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement