সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা হামলার (Pulwama Attack) বর্ষপূর্তিতে ‘সুখবর’ শোনাল কাশ্মীর পুলিশ। দেশের ইতিহাসের অন্যতম নৃশংস ওই জঙ্গি হামলার অভিযুক্তদের মধ্যে ৮ জনকে ইতিমধ্যেই নিকেশ করা হয়েছে। জেলে ভরা হয়েছে ৭ জনকে। তবে বাকি ৪ জনকে এখনও ধরা যায়নি। কারণ তারা পাকিস্তানে রয়েছে।
মঙ্গলবার পুলওয়ামা হামলার চতুর্থ বর্ষপূর্তিতে কাশ্মীর জোন পুলিশের (Kashmir Zone Police) এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, “২০১৯ সালের ওই নৃশংস জঙ্গি হামলায় মোট ১৯ জন জঙ্গি জড়িত ছিল। যার মধ্যে ৮ জনকে নিকেশ করা হয়েছে। ৭ জন জেলে। আর বাকি ৪ জঙ্গি আপাতত পাকিস্তানে।” কাশ্মীর (Kashmir) জোন পুলিশের এডিজিপির দাবি, শীঘ্রই আরও ৭-৮ জন জঙ্গিকে নিকেশ করা হবে। তিনি জানিয়েছেন, ৭-৮ জন স্থানীয় জঙ্গি এবং মুসা সুলেমানি-সহ কয়েকজন পাক জঙ্গি তাঁদের র্যাডারে আছে। এবং তাঁদের দ্রুত নিকেশ করা হবে।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, গত কয়েকমাসে উপত্যকায় জঙ্গি নিয়োগের কাজে জোর দিয়েছে জইশ-ই-মহম্মদ। কিন্তু নিরাপত্তারক্ষীরা সেটা হতে দেবে না। এই মুহূর্তে কাশ্মীরে সক্রিয় জেহাদির সঙ্গে মাত্র ৩৭। সাম্প্রতিক অতীতে শ্রীনগরে নতুন করে কোনও জঙ্গি নিয়োগ করা হয়নি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিস জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সেনা জওয়ান। পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)। ৪ বছর পরেও টাটকা পুলওয়ামা হামলার দগদগে স্মৃতি। ভারতের ইতিহাসের অন্যতম নৃশংস এই জঙ্গি হামলার নেপথ্যে প্রশাসনের ভূমিকা আজও প্রশ্নাতীত নয়। এত বড় হামলা কীভাবে ঘটল, এত বিস্ফোরক কীকরে এল? এমন বহু প্রশ্নের উত্তর আজও অজানা। তবে এসবের মধ্যেই পুলিশ দাবি করল, পুলওয়ামার হামলাকারীরা শাস্তি পাচ্ছেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.