Advertisement
Advertisement
Accident

তামিলনাড়ুতে মর্মান্তিক দুর্ঘটনা, খাদে বাস পড়ে অন্তত ৮ জনের মৃত্যু, আহত বহু

দ্রুতগতিতে বাঁক ঘুরতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা।

8 killed, several injured as bus falls in Tamil Nadu's Nilgiris। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:October 1, 2023 9:10 am
  • Updated:October 1, 2023 9:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল বাস। এমনই এক মর্মান্তিক দুর্ঘটনার (Accident) সাক্ষী হল তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরি (Nilgiris) জেলা। কুনুরের কাছে খাদে বাস পড়ে মৃত্যু হল অন্তত ৮ জনের। আহত বহু। বাসটিতে ৫৫ জন যাত্রী ছিল।

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, দ্রুতগতিতে চলছিল বাসটি। সেই সময় একটি বাঁকের মুখে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি পড়ে যায় খাদে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকার্যের জন্য সেখানে উপস্থিত হন। খবর যায় পুলিশের কাছে। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারের কাজ শুরু করতে দেরি হয়। দড়ি নামিয়ে খাদ থেকে তুলে আনা হয় আহতদের। উদ্ধার করা হয় দেহগুলি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে, বাসটির চালকের দোষে দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

[আরও পড়ুন: ক্লেইটনের জোড়া গোলে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল, স্বস্তি পেলেন কার্লেস কুয়াদ্রাত]

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিহতদের প্রতি শোকজ্ঞাপন করে ঘোষণা করেছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি।

[আরও পড়ুন: আদৌ বাস্তবে ছিলেন গোপাল ভাঁড়? ইতিহাসের অন্ধগলিতে লুকিয়ে কোন সত্যি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement