Advertisement
Advertisement
Tamil Nadu

তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৮, আশঙ্কাজনক ১২ জন

বিস্ফোরণের তীব্রতায় বড়সড় ক্ষতি আশপাশের বাড়িতেও।

8 killed and buildings collapse as explosion rips through a Tamil Nadu cracker factory | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 29, 2023 2:17 pm
  • Updated:June 15, 2024 1:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজি কারখানায় (Firecracker Factory) ভয়াবহ বিস্ফোরণ। তার জেরেই তামিলনাড়ুতে (Tamil Nadu) প্রাণ গেল অন্তত ৮ জনের। আহতের সংখ্যাও কম নয়। পুলিশ জানিয়েছে, ১২ জন আহতের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। শনিবার ভোরে ওই বিস্ফোরণ ঘটে দক্ষিণের রাজ্যের কৃষ্ণগিরি এলাকার একটি বাজি কারখানায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের একাধিক হোটেল এবং বসত বাড়ির বড়সড় ক্ষতি হয়েছে। ভেঙে পড়া ইমারতে অনেকেই আটকে পড়েন। তাঁদের উদ্ধার করেছে পুলিশ।  

বিস্ফোরণের খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। ভয়ংকর বিস্ফোরণে তছনছ হয়ে যাওয়া বাজি কারখানার ভিতরে অনেকেই আটকে ছিলেন। সেখান থেকে আহতদের উদ্ধার করা হয়। ওই কারখানার পাশের হোটেলটিও সম্পূর্ণ ভেঙে পড়ে। তার ভিতরে অনেকে আটকে পড়েছিলেন। তাঁদেরকেও ভেতর থেকে কোনওক্রমে বের করেন উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতাল ভরতি করা হয়েছে। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থা ১২ জনের।

Advertisement

[আরও পড়ুন: ‘এবার রাহুলের বিয়েটা দিন’, কৃষক মহিলার আরজিতে কী বললেন সোনিয়া?]

প্রশাসন সূত্রে খবর, মৃতের সংখ্যা বাড়তে পারে। কারখানার কাছের তিন থেকে চারটি বাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বাজি কারখানা-সহ আশপাশের ক্ষতিগ্রস্ত ইমারতগুলিতে এখনও কেউ আটকে থাকতে পারেন, এই আশঙ্কায় উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা।

[আরও পড়ুন: গুলি ও ধারালো অস্ত্রের কোপে মগরাহাটে ‘খুন’ তৃণমূলের জয়ী প্রার্থী, আশঙ্কাজনক তাঁর প্রতিবেশীও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement