সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রঙের উৎসবে ভয়াবহ দুর্ঘটনা কর্ণাটকে (Karnataka)। বাস উলটে প্রাণ গেল ৮ জনের। জখম কমপক্ষে ২০ জন। শনিবার সকালের এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দক্ষিণ ভারতের এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র।
কর্ণাটকের টুমকুর জেলার পাভাগাদা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বেসরকারি বাসে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী বহন করছিল বাসটি। দ্রুত গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারান চালক। যার জেরে যাত্রী-সহ রাস্তার ধারে উলটে যায় বাসটি।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ইতিমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন ছাত্র। জখম অন্তত ২০ জন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আহত হওয়া কয়েকজনের অবস্থা সংকটজনক। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, উলটে যাওয়া বাসের ভিতরে কয়েকজন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।
Major bus #Accident took place in #Tumkur district #Karnataka on Saturday morning. 8 people died on spot & 30+ injured. A private bus travelling YN hoskote to Pavagada toppled near mallakatte area due to driver lost control of the bus. More than 50 passengers on board.#Accidents pic.twitter.com/xq8cp1fudk
— Bharathirajan (@bharathircc) March 19, 2022
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র। ভয়াবহ দুর্ঘটনায় (Karnataka Accident) শোকপ্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও। বাসের চালক মদ্যপ ছিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে বাসের যান্ত্রিক গোলযোগের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই দাবি করেছে পুলিশ।
Deeply anguished to hear about the loss of lives in a bus accident in Tumkur, Karnataka. My heartfelt condolences to the bereaved families. Prayers for the speedy recovery of the injured.
— Vice President of India (@VPSecretariat) March 19, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.