সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জন শ্রমিকের। আহতের সংখ্যা ৭। দুর্ঘটনার জেরে আনাকপল্লি জেলার কোটাভুরাতলা এলাকার বাজি কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অস্বস্তিতে অন্ধ্রপ্রদেশ সরকার। কারখানাটি বেআইনি কিনা প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বিস্ফোরণ হয় কোটাভুরাতলা এলাকার ওই বাজি কারখানায়। দুর্ঘটনার সময় কারখানার ভিতরে ছিলেন ১৫ ডন শ্রমিকর। এদের মধ্যে ঝলসে মৃত্যু হয় ৮ জনের। দুর্ঘটনায় আহতদের বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। মৃত্যু হয়েছে দাদি রামালক্ষ্মী, পূরম পাপা, গুমপিনা ভেনু, সেনাপতি বাবুরাও, মনোহর, দেভারা নির্মলা, আপ্পিকোন্ডা থাথাবাবু এবং সঙ্গারিগোভিন্দুর।
বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এদিকে রবিবার বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
সম্প্রতি দেশজুড়ে বাজি কারখানায় বিস্ফোরণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বাজি কারাখানায় বিস্ফোরণে একই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। সব ক্ষেত্রেই প্রশাসনিক গাফলতির প্রশ্ন উঠেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.