Advertisement
Advertisement
Mumbai

সুইমিংপুলে সাঁতার কাটছিলেন বৃদ্ধ, আচমকা ঘাড়ের উপর যুবকের লাফ, আঘাতে জলেই মৃত্যু

অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

75-year-old man dies in Mumbai swimming pool after youth jumps after him | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 25, 2023 3:43 pm
  • Updated:April 25, 2023 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যদিনের মতোই সন্ধেবেলা সুইমিংপুলের জলে সাঁতার কাটছিলেন বৃদ্ধ। সঙ্গে ছিল চোদ্দ বছরের নাতি। তখনই ঘটল দুর্ঘটনা। এক যুবক উঁচু থেকে বৃদ্ধের ঘাড়ে ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। এই আঘাত সহ্য করতে পারেননি তিনি। মৃত্যু হয় তাঁর। মুম্বইয়ের (Mumbai) গোরেগাঁও এলাকার একটি পুলে এমন ঘটনা ঘটেছে। বৃদ্ধের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

মৃতের নাম বিষ্ণু সামন্ত। প্রতিদিন সন্ধেবেলা পাঁচটা থেকে ৬টার মধ্যে নাতির সঙ্গে গোরেগাঁওয়ের ওই সুইমিংপুলে সাঁতার কাটতে আসতেন তিনি। ২৩ এপ্রিল রবিবার ঘটে দুর্ঘটনা। অন্যদিনের মতো জলে সময় কাটাচ্ছিলেন বৃদ্ধ। একই সময়ে পুলের জলে সাঁতার কাটতে আসেন কুড়ি বছরের এক যুবক। তিনি আচমকা কয়েক ফুট উচ্চতা থেকে জলে লাফিয়ে পড়েন। কোনও ভাবে সরাসরি বৃদ্ধির ঘাড়ে লাফিয়ে পড়েন। এই আঘাত সহ্য করতে পারেননি বৃদ্ধ। আঘাতের তীব্রতায় জলেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

[আরও পড়ুন: মোবাইল মুখের কাছে আনতেই ভয়াবহ বিস্ফোরণ, কেরলে মৃত্যু ৮ বছরের শিশুকন্যার]

দ্রুত সুইমিংপুল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বৃদ্ধের নাতি দুর্ঘটনার খবর দেয় বাড়িতে। ঘটনাস্থলে ছুটে আসেন বৃদ্ধের স্ত্রী। তিনি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পর অজ্ঞাতানামা যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে নির্লিপ্ত মনোভাব সংঘ পরিবারের, বেকায়দায় বঙ্গ বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement