Advertisement
Advertisement

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে বেহালার ছড়ে টান বাঙালি বৃদ্ধের

আপনিও পাশে দাঁড়ান LIKE-SHARE-COMMENT-এর মাধ্যমে৷ চাইলে সাহায্যও করতে পারেন এই লিঙ্কে ক্লিক করে৷

72-Year-Old has been playing his Violin to save his Cancer-Stricken wife
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 5:45 pm
  • Updated:August 9, 2021 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা ধুতি-পাঞ্জাবির উপরে কখনও-সখনও একটা সোয়েটারও চাপানো৷ গালের দু’দিকের চামড়া বয়সের নিয়মে ঝুলে পড়েছে৷ কিন্তু কাঁধের বেহালাটা শক্ত হাতে ধরা৷  ৭২ বছরের বৃদ্ধের নিখুঁত হাতের সেই সুর দিল্লির পুরনো কফি হাউসের কুয়াশামাখা ব্যস্ত সকালকেও যেন থমকে যেতে বাধ্য করেছিল৷

বিষয়টি নজরে পড়েছিল প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের এক সময়ের উপদেষ্টা সৃজন পাল সিংয়ের৷ কৌতূহল হল তাঁর৷ জিজ্ঞেস করায় জানতে পারলেন, বৃদ্ধের নাম স্বপন শেঠ৷ বাড়ি কলকাতায়৷ স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁর চিকিৎসার খরচ জোগাতেই ভায়োলিন হাতে তুলে নিয়েছেন তিনি৷ সারা দেশে এভাবেই সঙ্গীতের মাধ্যমে টাকা সংগ্রহ করছেন৷

Advertisement

স্বপনবাবুর এই জীবন কাহিনি ফেসবুকে সৃজন শেয়ার করেন এপিজে আবদুল কালামেরই একটি উদ্ধৃতি দিয়ে৷ তিনি লিখেছেন, “ আমি ড. এপিজে আবদুল কালামের সঙ্গে কাজ করেছি এবং তিনি হামেশা বলতেন সবার মধ্যেই ভালবাসা রয়েছে আর এই ভালবাসার ভিত্তিতেই পৃথিবীর অস্তিত্ব বজায় থাকবে৷ সারা বিশ্ব যখন নোট বাতিল, জাত্যাভিমান, সেক্স্যুয়ালিজম ও নিজস্ব সমস্যা নিয়ে ব্যস্ত, তখন ভায়োলিন নিয়ে ভালবাসার জন্য শেঠের এই লড়াই সত্যিই অনুপ্রাণিত করে৷ ”

শুধুমাত্র একটি মাত্র স্ট্যাটাস দিয়েই দায় সারেননি সৃজন৷ কীভাবে বাঙালি সঙ্গীতশিল্পীকে সাহায্য করা যাবে সেই উপায়ও বলে দিয়েছেন এই ছবিটি পোস্ট করে৷ চাইলে আপনিও সামিল হতে পারেন এই উদ্যোগে৷

554630331

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement