Advertisement
Advertisement
Delhi

মধ্যরাতে নগ্ন মহিলার ভিডিও কল! ফাঁদে পা দিয়ে ৯ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ চিকিৎসক

দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

71-Year-old Delhi doctor falls into trap, loses Rupees 9 Lakh

প্রতীকী ছহি

Published by: Biswadip Dey
  • Posted:March 7, 2024 9:31 pm
  • Updated:March 7, 2024 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার জগতে যৌন ফাঁদের থাবা ক্রমেই জোরালো হচ্ছে। এবার এমনই এক ফাঁদে পড়লেন দিল্লিনিবাসী বৃদ্ধ চিকিৎসক! রাজস্থান (Rajasthan) থেকে গ্রেপ্তার হল দুই অভিযুক্ত। তারা দীর্ঘ সময় ধরে ওই বৃদ্ধকে ব্ল্যাকমেল করছিল হলে অভিযোগ। সব মিলিয়ে ৯ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে বলেই দাবি।

ঠিক কী অভিযোগ? ৭১ বছরের চিকিৎসকের দাবি, এক মধ্যরাতে তাঁর কাছে একটি ভিডিও কল আসে। তিনি ভেবেছিলেন, রাতবিরেতে সমস্যায় পড়ে ফোন করছেন কোনও রোগী বা তাঁর পরিজন। কিন্তু ভাবতেই পারেননি কোন ফাঁদে পা দিতে চলেছেন। ফোন রিসিভ করতেই নাকি ওই বৃদ্ধ দেখেন স্ক্রিনে এক মহিলা। তিনি আপত্তিকর অবস্থায় রয়েছেন। যেটুকু সময় ওই বিবস্ত্র মহিলার সঙ্গে বৃদ্ধ চিকিৎসকের কথোপকথন চলে, সেই অংশটুকু রেকর্ড করে এর পর থেকেই চক্রান্তকারীরা তাঁকে ব্ল্যাকমেল করতে থাকে। এভাবে ৮.৬ লক্ষ টাকা তাঁর কাছ থেকে হাতিয়ে নেয় তারা। অবশেষে পুলিশের দ্বারস্থ হন চিকিৎসক। বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, এটা একটা যৌন চক্র। দীর্ঘদিন ধরে এভাবেই ‘কাজ’ চালাচ্ছিল তারা। অন্তত ২৫ জন তাদের ফাঁদে পা দিয়েছিলেন বলে প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: পদ্মে এবার গান্ধী ‘কাঁটা’? বিজেপি টিকিট দেবে বরুণকে? তুঙ্গে জল্পনা]

কীভাবে সন্ধান মিলল অভিযুক্তদের? পুলিশ জানিয়েছে, বৃদ্ধ চিকিৎসকের অভিযোগ পাওয়ার পর যে সব নম্বর থেকে তাঁর কাছে টাকা চাওয়া হত সেগুলো খতিয়ে দেখা হতে থাকে। এভাবেই একটি সূত্র থেকে রাজস্থানের এক ব্যক্তির সন্ধান মেলে। সেই সন্দেহভাজনের বাড়ি তল্লাশি করতেই বিষয়টি পরিষ্কার হয়। ওই ব্যক্তি ও তার ভাই দুজনকেই গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তাদের কাছ থেকে সাতটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

[আরও পড়ুন: স্ত্রীকে ঘরের কাজ করতে বললেই ‘নিষ্ঠুর’ স্বামী? কী বলল দিল্লি হাই কোর্ট?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement