প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান তখন মাঝ আকাশে। আচমকাই দাঁতে দাঁতে বসে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সত্তর বছরের এক বৃদ্ধ। শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ায় শুরু হল প্রবল শ্বাসকষ্ট। তড়িঘড়ি রুট বদলে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমানের চালক। অবতরণের পর, ওই বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের মেডিক্যাল ক্নিনিকে। কিন্তু, বাঁচানো যায়নি। বিমানবন্দরের মেডিক্যাল ক্নিনিকেই মারা যান তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের বিমানে।
[৪৫০-রও বেশ আক্রান্ত, লন্ডনে নয়া আতঙ্ক অ্যাসিড হামলা]
বৃহস্পতিবার সকালে ১৭০ জন যাত্রী নিয়ে মুম্বই থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা হয়েছিল স্পাইসজেটের একটি বিমান। সেই বিমানেই ছিলেন জলন্ধরের বাসিন্দার সত্তর বছরের এক বৃদ্ধ। স্ত্রী ও ছেলের সঙ্গে জলন্ধরের বাড়িতে ফিরছিলেন তিনি। জানা গিয়েছে, বিমান যখন সবেমাত্র দিল্লির আকাশসীমায় প্রবেশ করেছে, আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বৃদ্ধের দাঁতে দাঁত বসে গিয়েছিল। শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দিয়েছিল। প্রাথমিকভাবে বিমানের কর্মীরাই তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। অবতরণের পর, তড়িঘড়ি বিমাবন্দরের মেডিক্যাল ক্নিনিকে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কিছক্ষণ পরই মারা যান ওই বৃদ্ধ। দিল্লি বিমানবন্দরের মেডিক্যাল অফিসার জানিয়েছেন, শ্বাসনালী বুজে যাওয়ার শ্বাস নিতে পারছিলেন না তিনি। তাঁকে যখন মেডিক্যাল ক্নিনিকে আনা হয়, তখন অক্সিজেনের অভাবে সারা শরীর নীল হয়ে গিয়েছিল। কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা হয়েছিল। কিন্তু, লাভ হয়নি।
[দম্পতির ব্যাগে মিলল ২০০টি জ্যান্ত আরশোলা, তাজ্জব বিমানবন্দরের কর্মীরা]
ঘটনার পর, ওই বৃদ্ধের আত্মীয়দের দিল্লিতে রেখে বাকী যাত্রীদের নিয়ে ফের গন্তব্যে উদ্দেশ্যে রওনা দেয় বিমান। স্পাইসজেটের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, অমৃতসরগামী বিমানে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এক যাত্রীরা। বিমানে যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসকরও ছিলেন। তাঁরা ও বিমানের কর্মীরাই ওই বৃদ্ধের চিকিৎসা করেছিলেন। কিন্তু, শারীরিক অবস্থা অবনতি বিমানটিকে দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অবতরণের পর, ওই বৃদ্ধকে বিমানবন্দরের মেডিক্যাল ক্নিনিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না।
[ইয়েতি রহস্যে যবনিকা পতন, জানেন আসলে কী এই প্রাণী?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.