Advertisement
Advertisement

ঢালাও নয়া নোটের বন্দোবস্ত রিজার্ভ ব্যাঙ্কের

কবে থেকে মিলবে এই পরিষেবা?

70% notes will be remonetised by february end: RBI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 21, 2017 3:25 pm
  • Updated:January 21, 2017 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগদের ঘাটতি মেটাতে ফেব্রুয়ারি মাসের শেষে ৭০ শতাংশ নয়া নোট বাজারে চলে আসবে। অর্থাৎ ওই মাসের শেষদিকেই নোট বাতিলের জেরে বাজারের আর্থিক মন্দা অনেকটাই দূর হয়ে যাবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এ কথা। রিপোর্টে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, বাজারে ৭ লক্ষ কোটি টাকা অর্থমূল্যের নোট সরবরাহ হয়েছে। তার মানে বিভিন্ন অর্থমূল্যের ৭০০ কোটি নয়া নোট প্রতিদিন ছাপানো হচ্ছে টাকশালে। মাসে সেই পরিমাণ দাঁড়াচ্ছে ১৮০ কোটিতে।

(কেবল মুসলিমদের সাহায্য করেন সুষমা স্বরাজ!)

এই রিপোর্টে আরও বলা হয়েছে, নোট বাতিলের পর থেকে ডিসেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত ৫.৯ লক্ষ কোটি এবং ১৯ ডিসেম্বর থেকে জানুয়ারি ১৩ তারিখ পর্যন্ত ১ লক্ষ কোটি অর্থমূল্যের নয়া নোট ছাপানো হয়েছে। এর মধ্যে নয়া ৫০০ টাকার নোটের পরিমাণই সবেচেয়ে বেশি বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এসবিআইযের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ফেব্রুয়ারির শেষে মাত্র ৬৭ শতাংশ বাতিল নোটই বদল করা হবে। যদিও দেশের শীর্ষ ব্যাঙ্ক ছোট নোটের ছাপানো বাড়িয়ে দেয় তবে নয়া নোটের জোগান বাড়বে ৮০ শতাংশ পর্যন্ত। রিপোর্টের বক্তব্য অনুযায়ী, যদিও মনে করা হচ্ছিল নোট বাতিলের রেশ দীর্ঘদিন চলতে পারে। কিন্তু ফেব্রুয়ারির শেষেই নোট বাতিলের ধাক্কা সামলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে মনে করছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক।

Advertisement

(জলের দামে 4G ফোন আনল Jio, মিলবে ফ্রি ভয়েস কল-ডেটার সুবিধা)

(সরকারি নথি চুরির অভিযোগে গ্রেপ্তার পুরুলিয়ার বিধায়ক)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement