Advertisement
Advertisement

Breaking News

গঙ্গা নিয়ে ছেলেখেলা? হতে পারে ৭ বছরের জেল, ১০০ কোটি টাকা জরিমানা

কী কী অপরাধ এর আওতায় পড়ছে?

7 yrs in jail and fine of up to Rs 100 crore for Messing with Ganga
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2017 9:46 am
  • Updated:June 12, 2017 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সচেতনার নানা পাঠ পড়িয়েও গঙ্গা নদীকে এখনও সম্পূর্ণ দূষণমুক্ত করা সম্ভব হয়নি৷ শুধু দূষণই না, বেআইনিভাবে এই নদীকে নানাভাবে কাজে লাগানো হচ্ছে দীর্ঘদিন ধরেই৷ গঙ্গা নিয়ে ছেলেখেলা বন্ধ হয়নি এখনও৷  তাই গঙ্গার প্রতি সব ধরনের অবিচার রুখতে আরও কড়া পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে কেন্দ্র৷ এই মর্মে বিল পাস করে কঠোর শাস্তির পথে হাঁটতে চলেছে সরকার৷

ডাকাতি, প্রতারণা অথবা অনিচ্ছাকৃত খুনের মামলায় ৭ বছর পর্যন্ত জেল হেফাজতের আইন বলবৎ রয়েছে৷ এবার সেই তালিকায় যুক্ত হতে পারে আরও একটি অপরাধ৷ গঙ্গার সঙ্গে অনৈতিক কাজ করার অপরাধে হতে পারে ৭ বছর পর্যন্ত জেল৷ সঙ্গে গুণতে হতে পারে ১০০ কোটি টাকা পর্যন্ত জরিমানাও৷ ইতিমধ্যেই কেন্দ্র-নিযুক্ত একটি প্যানেল ন্যাশনাল রিভার গঙ্গা নামের একটি বিলের ড্রাফ্ট তৈরি করে ফেলেছে৷ যা আইনে পরিণত হলে এমনই কঠিন শাস্তির মুখে পড়তে হবে অভিযুক্তকে৷ কী কী অপরাধে এ ধরনের শাস্তি হতে পারে? বিনা অনুমতিতে গঙ্গার মাটি কাটলে অথবা বালি সরালে অভিযুক্তের ৫ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে৷ গঙ্গার গতি রোধ করলে দু’বছরের জেল ও ১০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে দোষীকে৷ আবার অনুমতি ছাড়া গঙ্গার বুকে জেটি তৈরি করলে ৫০ কোটি টাকা জরিমানা গুণতে হতে পারে৷

Advertisement

[অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফল ২৬ জুনের মধ্যেই]

প্রাক্তন বিচারপতি গিরিধর মালবিয়ার নেতৃত্বে গঠিত প্যানেলটি বিলে আরও একটি প্রস্তাব দিয়েছে৷ গঙ্গার আশেপাশের ১ কিলোমিটার পর্যন্ত এলাকাকে ‘ওয়াটার সেভিং জোন’ হিসেবে ঘোষণার সুপারিশও দেওয়া হয়েছে৷ ড্রাফ্টটি গত এপ্রিলেই জলসম্পদ ভবনে জমা পড়েছে৷ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহারের তরফে সেটি খতিয়ে দেখে তৈরি হবে ফাইনাল ড্রাফ্ট৷ আইনজীবী অরুণ কুমার গুপ্তা বলেন, “অতীতে গঙ্গাকে রক্ষা করতে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে৷ কিন্তু সবই বিফলে গিয়েছে৷ তাই এবার সেই প্রয়াস সফল করতে প্রত্যেককে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে৷”

[ঋণ মকুবে মহারাষ্ট্রে আন্দোলন প্রত্যাহার কৃষকদের]

সম্প্রতি গঙ্গাকে প্রাণের সমতুল ঘোষণা করেছে উত্তরাখণ্ড হাই কোর্ট৷ তারপরই এই প্যানেলের তৈরি করা বিলের ড্রাফ্ট থেকেই স্পষ্ট গঙ্গা বাঁচাতে সবরকম ব্যবস্থা নিতে বদ্ধপরিকর প্রশাসন৷ এখনও পর্যন্ত এ দেশে কোনও নদী নিয়ে এ ধরনের বিল পাস হয়নি৷ তাই গঙ্গা নিয়ে বিল পাস হয় কিনা, সেটাই বড় প্রশ্ন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement