সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশ প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে তোলপাড়৷ চলছে সমালোচনার বন্যা৷ নোট নাকচকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার জাতীয় রাজনীতিতে৷ আর এসবের মধ্যেই আশ্চর্য শান্ত একরত্তি মেয়েটি৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত খুব মনে ধরেছে তার৷ কেননা তার বিশ্বাস, এতে গরিব মানুষের ভাল হবে৷
বছর সাতেকের শ্রেয়া বেঙ্গালুরুর বাসিন্দা৷ প্রধানমন্ত্রীর যে সে বড় ‘ফ্যান’ এ কথা স্বীকার করতে কোনও দ্বিধা নেই তার৷ না, এখনও রাজনীতির চোরাগলি তাকে টেনে নেয়নি৷ আর তাই সে দ্বিধাহীন বলতে পারে, “প্রধানমন্ত্রী সকলের পাশে এসে দাঁড়ান৷ সব্বাইকে সাহায্য করেন৷ আমিও তাই তাঁকে সমর্থন করছি৷ নোট বাতিল করে ভালই করেছেন তিনি৷ কেননা এতে গরিব মানুষের অনেক উপকার হবে৷”
তার এ কথা সে লিখে জানিওয়েছে প্রধানমন্ত্রীকে৷ চিঠিতে বাতিল নোটের উপর ঢ্যারা দিয়েছে শ্রেয়া৷ সে নোটে শিশুমনের কল্পনাতে ঠাঁই পেয়েছে কার্টুন চরিত্রও৷ তার আশা, প্রধানমন্ত্রীর নিশ্চয়ই এই উপহার খুব পছন্দ হবে৷
শ্রেয়ার চিঠি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়ার ছড়াছড়ি৷ নোট বাতিলকে যাঁরা সমর্থন করছেন তাঁদের অধিকাংশেরই মত, ভাবীকাল এতে সুরক্ষিত থাকবে৷ আজ ভোগান্তি হলেও বাচ্চাদের ভবিষ্যৎ অন্তত নষ্ট হবে না৷ আর এক খুদের মুখেই সে কথা শুনে বিস্মিত বড়রাও৷ তবে টিপ্পনি কেটে কেউ কেউ বলছেন, নোট বাতিলে দেশের যে ভালই হবে একরত্তি মেয়েটা বুঝল, আর বিরোধীরা বুঝল না!
He supports everybody so I want to support him, I support #DeMonetisation as it is helping poor people: Shreya pic.twitter.com/PnVHvRrouE
— ANI (@ANI_news) November 29, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.