Advertisement
Advertisement

Breaking News

মর্মান্তিক! কর্নাটকে শস্যভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়ে মৃত ৭ শ্রমিক

আহত ৩ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

7 workers died after trapped in warehouse at Karnataka | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 5, 2023 2:20 pm
  • Updated:December 5, 2023 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে মর্মান্তিক দুর্ঘটনা! শস্যভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়েন ১১ শ্রমিক। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। আগেই তিন কর্মীকে উদ্ধার করা গিয়েছিল। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কর্নাটকের (Karnataka) বিজয়পুরের একটি ভুট্টা প্যাকেট করার বেসরকারি গুদামে সোমবার রাতে ঘটেছে এই দুর্ঘটনা। ইতিমধ্যে সংস্থার তরফে পরিবারগুলির জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয়পুরের কাছে আলিয়াবাদে রয়েছে রাজগুরু ইন্ডাস্ট্রির গুদামটি। সেখানে খাদ্যশস্য প্যাকেট করার কাজ করা হয়। সোমবার রাতে ঘটনার সময় সেখানে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। তখনই ১১ জন শ্রমিক শস্যভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়েন। বিপুল পরিমাণ শস্য়ের ওজন হওয়ায় বাঁচার সম্ভাবনা ছিল না বলেই মনে করা হচ্ছে। তথাপি কোনও মতে ৩ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়। চকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: শিশিরের বিরুদ্ধে CBI তদন্ত? কুণাল ঘোষের আবেদনে পালটা চিঠি অমিত শাহর]

জানা গিয়েছে, মৃত ৭ জন শ্রমিকই বিহারের বাসিন্দা। মৃতদের নাম রাজেশ মুখিয়া (২৫), রামব্রিজ মুখিয়া (২৯), শম্ভু মুখিয়া (২৬), লুখো যাদব (৫৬), রাম বালক (৩৮), কিশান কুমার (২০) এবং দালানচান্ডা। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় শ্রমিকদের। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মত্যু হয় শ্রমিকদের। সংস্থা রাজগুরু ইন্ডাস্ট্রি এবং মালিকের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও স্পষ্ট কীভাবে দুর্ঘটনা ঘটল। সংস্থার তরফে মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

 

[আরও পড়ুন: ‘ব্যক্তিগত আক্রমণ ভুলে দুর্নীতি দূর করব’, সাক্ষাৎকারে অকপট বিধায়ক জেজে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement