নির্যাতিতাকে সমাধিস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবি মতো আসেননি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তা সত্ত্বেও পুলিশের আশ্বাস পেয়ে নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন করেছে তার পরিবার। সেসময় সেখানে প্রচুর মানুষ জড়ো হয়ে ধর্ষকদের দ্রুত চরম শাস্তি দেওয়ার দাবি জানাতে থাকেন। এরপরই কাজে গাফিলতির অভিযোগে উন্নাও জেলার বিহার পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার অজয় কুমার ত্রিপাঠি-সহ মোট সাতজন পুলিশকর্মীকে বরখাস্ত করল যোগী প্রশাসন। রবিবার বিকেলে তাদের বরখাস্ত করার কথা জানানো হয়।
এপ্রসঙ্গে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব(স্বরাষ্ট্র) অবনীশ অবস্তি জানান, ধর্ষিতার মৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য বিহার পুলিশ স্টেশনের এসএইচও-সহ সাতজনকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার রাতে দিল্লির সফদরজং হাসপাতাল থেকে ২৪ বছর বয়সী ওই যুবতীর মৃতদেহ তাঁর গ্রামে পৌঁছয়। এরপরই সেখানে ভিড় জমাতে থাকেন অসংখ্য মানুষ। গিয়েছিলেন যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার দুই সদস্য স্বামীপ্রসাদ মৌর্য ও কমলরানি। সকালে সবাই যখন ওই যুবতীকে সমাধিস্থ করার প্রস্তুতি নিচ্ছেন তখন রাজ্যের মন্ত্রীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে চরম শাস্তি দেওয়ার দাবি জানাতে থাকেন। এরপরই পুলিশ কমিশনার গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মৃতের পরিবারের দাবি মেনে একজনকে চাকরি দেওয়া হবে। মৃতের বাড়ির লোক চাইলে অস্ত্রের লাইসেন্স দেওয়ার পাশাপাশি নির্যাতিতার বোনের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এছাড়া মেয়েটির পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি সরকারি খরচে বাড়িও তৈরি করে দেওয়া হবে।’
এদিকে এই ঘটনার তদন্তে নেমে রবিবার নতুন একটি বিষয় জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, মেয়েটির সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল মূল অভিযুক্ত শিবম ত্রিবেদীর। ২০১৮ সালের জানুয়ারি মাসে মেয়েটির সঙ্গে বিয়ের চুক্তিপত্রেও সই করেছিল সে। তাতে উল্লেখ করা ছিল, ‘২০১৮ সালের ১৫ জানুয়ারি একটি মন্দিরে হিন্দুমতে আমরা দুজন বিয়ে করেছি। এখন থেকে আমরা স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করব। আগামীতে যাতে কোনও আইনি সমস্যার মুখোমুখি হতে না হয় তাই আমরা এই চুক্তিপত্রে সই করছি।’ এই ঘটনার পর ওই বছরের ডিসেম্বর মাসে ২৪ বছরের যুবতীকে ধর্ষণ করে শিবম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.