Advertisement
Advertisement

নতুন ২০ টাকার নোট সম্পর্কে এই ৭টি চাঞ্চল্যকর তথ্য জানেন কি?

নয়া নোটে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক পদ্ধতি।

7 things to know about RBI's new Rs 20 notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2017 7:51 am
  • Updated:July 20, 2017 7:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক নোট বাতিল সিদ্ধান্তের পর থেকেই বাজারে নতুন নোট প্রচলন নিয়ে চরমে উঠেছিল জল্পনা। নোটগুলিতে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে মোড়ের চায়ের দোকান থেকে অফিস চত্বরে শুরু হয়েছিল গুরুগম্ভীর আলোচনা। এবার ফের জল্পনা উসকে নতুন ২০ টাকার নোট বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।

জেনে নিন এই নয়া নোট সম্পর্কে ১০টি অজানা তথ্য:

Advertisement

১) নতুন নোটে এখনই গঠনগত পরিবর্তন করা হচ্ছে না। পুরনো সিরিজের মতই দেখতে হবে নয়া নোটগুলি।

২) নয়া নোটগুলিতে নম্বর প্যানেলের সংখ্যাগুলি বাঁ দিকে থেকে শুরু করে ক্রমাগত বড় হয়ে ডান দিকে শেষ হচ্ছে। তবে শুরুর তিনটি অক্ষর বা সংখ্যা একই মাপের থাকবে।

৩) পুরনো ২০ টাকার নোট ছাপতে যে পদ্ধতি ব্যবহার করা হত, তার বদলে এবার নয়া নোটের জন্য ব্যবহার করা হবে অত্যাধুনিক ‘অফসেট’ পদ্ধতি।

৪) পুরনো নোটে সংখ্যা, আরবিআইর সিল, মহাত্মা গান্ধীর ছবি ও অশোক স্তম্ভ ইত্যাদি ‘ইন্টাগলিয়’ পদ্ধতিতে ছাপা হত। নয়া নোটে সমস্তই অফসেট পদ্ধতিতে ছাপা হবে।

[এবার বাজারে আসছে ২০০ টাকার নোট, শুরু ছাপার কাজ]

৫) নতুন নোটগুলি উল্টো দিকের রং অপরিবর্তিত থাকলেও সামনের দিকের রং কিছুটা হালকা রাখা হয়েছে। অফসেট পদ্ধতিতে নোট ছাপার জন্যই এই পরিবর্তন বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

৬) ২০১৬ সালে প্রথম মহাত্মা গান্ধী-২০০৫ সিরিজের অন্তর্গত নয়া ২০ টাকার নোট প্রচলন করে আরবিআই। নোটগুলিতে মুদ্রণের বছরের উল্লেখ করা থাকবে বলেও জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

৭) পুরনো ২০ টাকার নোটগুলিকে চোখের সামনে তুলে ধরলে লুকানো ২০ সংখ্যা নজরে আসত। নয়া নোটে তা আর থাকছে ন। এমনটাই জানিয়েছে আরবিআই। তবে বেশ কিছু পরিবর্তন আনা হলেও নয়া নোটগুলির উল্টো পিঠ একই রকম থাকছে বলে জানা গিয়েছে।

[বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার সুযোগ মিলবে আবারও?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement