Advertisement
Advertisement
Uttar Pradesh Bareilly Accident

মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা অ্যাম্বুল্যান্সের, উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৭

ঘুমিয়ে পড়েছিলেন চালক, অনুমান পুলিশের।

7 people killed in Bareilly in road accident | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 31, 2022 1:42 pm
  • Updated:May 31, 2022 2:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ঘটনায় সাতজনের মৃত্যু হল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। চলন্ত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে একটি অ্যাম্বুল্যান্সের। ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুল্যান্সে থাকা সাতজন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘুমে চোখ জড়িয়ে এসেছিল অ্যাম্বুল্যান্স চালকের। তাতেই বিপত্তি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরবেলা দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চেক আপ করিয়ে বরেলির (Bareilly) গ্রামে ফিরছিল একই পরিবারের ছয় সদস্য। ঘটনার সময়ে সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন অ্যাম্বুল্যান্সের চালক। তখনই উলটোদিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা (Ambulance Collides with Truck) লাগে অ্যাম্বুল্যান্সটির। গুরুতর ভাবে আহত হন অ্যাম্বুল্যান্সের সাত জন যাত্রী। স্থানীয় মানুষের উদ্যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানেই চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করে।

Advertisement

[আরও পড়ুন:পারিবারিক অশান্তিতে মর্মান্তিক ঘটনা, ৬ সন্তানকে কুয়োয় ছুঁড়ে ফেললেন মা]

এসপি রোহিত সিং সজবান জানিয়েছেন, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়েই ডিভাইডার পার করে উলটো দিক থেকে আসা মালবাহী মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে অ্যাম্বুল্যান্সটির। তারপরেই ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেন স্থানীয় মানুষ। পুলিশ আরও জানিয়েছে, মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং তিনজন মহিলা। মৃত খুরশিদের স্ত্রী, পুত্র, বোন, ভাগ্নে এবং শ্যালক মারা গিয়েছেন এই দুর্ঘটনায়। মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও।

এই দুর্ঘটনার কথা জানিয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর দপ্তর থেকে টুইট করে বলা হয়েছে, “বরেলিতে ভয়াবহ দুর্ঘটনার কথা জেনে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের আত্মার শান্তির উদ্দেশে প্রার্থনা করছেন তিনি। শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন:জ্ঞানবাপী-মথুরা মামলায় নাক গলাবে না বিজেপি, মেনে নেওয়া হবে আদালতের রায়: নাড্ডা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement