Advertisement
Advertisement

Breaking News

Bijnor accident

দ্রুতগতিতে আসা গাড়ির ধাক্কায় গুঁড়িয়ে গেল টেম্পো, মৃত সদ্যবিবাহিত দম্পতি-সহ ৭

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

7 people died after a car and tempo met with an accident in Bijnor
Published by: Subhajit Mandal
  • Posted:November 16, 2024 10:54 am
  • Updated:November 16, 2024 10:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের বিজনৌরে। দ্রুতগতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় দুমড়ে-মুষড়ে গেল টেম্পো। ওই টেম্পোতে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন একই পরিবারের ১১ সদস্য। ঘটনাস্থলেই মৃত্যু হয় টেম্পোর ৬ যাত্রীর। পরে হাসপাতালে মৃত্যু চালকেরও।

স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে বিজনৌরের ধামপুরের কাছে ৭৪ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের একটি বিয়েবাড়ি থেকে টেম্পোতে করে ফিরছিলেন একই পরিবারের ৬ সদস্য। তাঁদের মধ্যে একটি সদ্য বিবাহিত যুগলও ছিল। আচমকা টেম্পোটিতে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ যাত্রীর। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় টেম্পোর চালকের।

Advertisement

কীভাবে ঘটল দুর্ঘটনা? ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকাটা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তাছাড়া যে গাড়িটি টেম্পোতে ধাক্কা মারে সেটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ৪ জন পুরুষ, দুজন মহিলা এবং এক শিশু ছিল। আরও দুজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। আহতদের চিকিৎসায় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনাস্থলে যান স্থানীয় সাংসদও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement