Advertisement
Advertisement

গুজরাটের আমরেলিতে ট্রাক উলটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত অন্তত ৭

আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

7 killed as truck turns turtle in Gujarat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 23, 2018 11:16 am
  • Updated:June 23, 2018 11:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে ফের ভয়াবহ দুর্ঘটনা। শ্রমিক-বোঝাই লরি উলটে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে গুজরাটের আমরেলি-রাজুলা এলাকায়। ভাবনগর-সোমনাথ রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়ার সময় একটি ব্রিজের উপর উলটে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আহত হন  ২৪ জন।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

[আল কায়েদা ও আইএসের দুই শাখা সংগঠনকে কালো তালিকাভুক্ত করল কেন্দ্র]

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকলের কর্মীরা, উদ্ধারকাজে সাহায্য করছেন স্থানীয়রাও। পাঠানো হয়েছে চিকিৎসকদের বিশেষ দল। স্থানীয়দের দাবি, অন্য দিনের মতই ওই ট্রাকটিতে  সোমনাথে কাজ করতে যাচ্ছিলেন বেশ কিছু শ্রমিক। একটি ব্রিজের উপর আসতেই ট্রাকটি উলটে যায়। ঠিক কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। গতমাসে গুজরাটেরই বাভাওয়ালিতে একই রকম দুর্ঘটনা ঘটে। সেবারেও সিমেন্ট বোঝাই লরি উলটে অন্তত ১৯ জন শ্রমিকের মৃত্যু হয়। ঘটনায় আহত হন আরও ৬ জন। মৃতদের মধ্যে ১২ জন ছিলেন মহিলা। ছিল ৩ নাবালকও। ওই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল পরিবহণ সংস্থার চালকের গাফিলতি।

Advertisement

[প্রেমিক যুগলের প্রকাশ্যে ঘোরাফেরা, ‘উচিত শিক্ষা’ দিতে সালিশি বসিয়ে মার]

পরপর দুটি একই রকমের দুর্ঘটনার জন্য গুজরাটের পরিববণ দপ্তরকে কাঠগড়ায় তুলছেন অনেকে। প্রশ্ন উঠছে, হাইওয়ে গুলির যান-নিয়ন্ত্রণ ব্যবস্যা নিয়ে। দেশজুড়ে ক্রমবর্ধমান দুর্ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। গতমাসেই মধ্যপ্রদেশে একটি স্কুলবাস দুর্ঘটনায় ১৩টি শিশুর মৃত্যু হয়।পরিসংখ্যান বলছে, প্রতিবছর ভারতে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দেড় লক্ষ মানুষ। সড়ক পরিবহণ মন্ত্রকের তথ্য বলছে, এর জন্য অনেকাংশে দায়ী বেসরকারি পরিবহণ সংস্থার চালকদের গাফিলতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement