সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের (Mumbai) একটি বহুতলে আগুন লেগে মৃত্যু হল অন্তত ৭ জনের। গুরুতর আহত আরও ৪০ জন। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। আপাতত একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মুম্বই পুলিশ সূত্রে খবর। কীভাবে আগুন লাগল বহুতলে, তা এখনও জানা যায়নি।
Mumbai | Goregaon fire | Till now, out of a total of 46 people injured in the fire, 7 of them have lost their lives and 39 are under treatment in HBT and Cooper Hospital: Mumbai Police
Details from other private hospitals where the injured were taken are awaited.
— ANI (@ANI) October 6, 2023
সূত্রের খবর, শুক্রবার ভোররাত তিনটে নাগাদ আগুন লাগে গোরেগাঁওয়ের ৬ তলা বাড়িটিতে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় প্রায় চার ঘণ্টা সময় লাগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আটটি ইঞ্জিন ব্যবহার করে আগুন নেভানো হয়। তারপরে বাড়ির ভিতরে আটকে পড়া সকলকে উদ্ধার করে আনেন দমকলকর্মীরা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, গোরেগাঁওয়ের বহুতল থেকে মৃত অবস্থায় ৬ জনের দেহ মেলে। পরে মৃত্যু হয় এক আহত ব্যক্তির। মৃতদের মধ্যে দুই শিশু ছিল। এছাড়াও আগুনে পুড়ে মৃত্যু হয়েছে আরও তিন মহিলার। আহতদের মধ্যেও রয়েছে এক শিশু।
ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস (Devendra Fadnavis)। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, “অগ্নিকাণ্ডে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারে প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। মুম্বই পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”
Goregaon fire | Maharashtra Deputy CM Devendra Fadnavis tweets, “Pained to know about loss of lives in the fire incident at Goregaon, Mumbai. We are in touch with BMC & Mumbai Police officials & all the assistance is being provided. My deepest condolences to the families who lost… pic.twitter.com/BblDQ3Q8Ss
— ANI (@ANI) October 6, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.