Advertisement
Advertisement
Kashmir

বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে উল্লাস! কাশ্মীরে গ্রেপ্তার ৭ পড়ুয়া

ইউপিএ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

7 Kashmiri students arrested under tough law for rejoicing India World Cup loss। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 28, 2023 6:36 pm
  • Updated:November 28, 2023 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে উল্লাস এবং ভারতবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার ৭ পড়ুয়া। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও ইউএপিএ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়ারা শের-ই কাশ্মীর কৃষিবিজ্ঞান ও প্রয়ুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই গ্রেপ্তারির নিন্দায় সরব হয়েছেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা।

অভিযোগ, ওই পড়ুয়ারা বিশ্বকাপ (World Cup 2023) ফাইনালে ভারত হেরে যাওয়ায় উল্লাস প্রকাশ করেছিলেন। পাশাপাশি ভারতবিরোধী ও পাকিস্তানের সমর্থনে স্লোগানও দিতে নাকি দেখা গিয়েছে তাঁদের। মেহবুবা মুফতি এর প্রতিবাদ করে বলেছেন, ”খেলা তো খেলা। আমাদের প্রধানমন্ত্রী এবং তাঁর আগে অন্যরা খেলা দেখতে গেলে যারা ভালো খেলবে তাদের হয়ে উল্লাস করেছেন। এবং বিপক্ষ দলেরও প্রশংসা করেছেন। তাঁরা তো বলেন জম্মু ও কাশ্মীর সব কিছু স্বাভাবিক রয়েছে। তাহলে কয়েকজন পড়ুয়া অস্ট্রেলিয়ার জয় উদযাপন করায় এত ভয় আর আতঙ্ক কেন?” সেই সঙ্গে তাঁর খোঁচা, ”তরুণ ও সাংবাদিকদের আগেই ইউএপিএ ধারায় আক্রমণ করা হয়েছে। যেটা জঙ্গিদের জন্য। এবার পড়ুয়াদের ক্ষেত্রেও এমনটা করা হচ্ছে এবং তাঁদের কেরিয়ার নষ্ট করা হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: জামিনের আর্জি ধৃত ‘অসুস্থ’ মন্ত্রীর, ‘গুগলে দেখেছি গুরুতর কিছু নয়’, মন্তব্য বিচারপতির]

এদিকে বিরোধিতার মুখে পড়ে অস্বস্তিতে পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, ইউপিএ ধারায় অভিযোগ দায়ের হলেও ওই ধারার ১৩ নম্বর উপধারায় অভিযুক্ত করা হয়েছে ওই পড়ুয়াদের, যা অপেক্ষাকৃত অনেক হালকা। পাশাপাশি আরও জানানো হয়েছে, লিখিত অভিযোগের পরই প্রশাসন নড়েচড়ে বসেছিল।

[আরও পড়ুন: ক্যামেরা না থাকলে বিপদে দেখা মেলে না মোদির! উত্তরকাশী কাণ্ডে কার্টুন-কটাক্ষ কংগ্রেসের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement