Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত শিশু-সহ একই পরিবারের ৭

জ্বলন্ত গাড়ি থেকে মহিলা-শিশুদের আর্ত চিৎকার শুনেও সাহায্য করতে পারেননি স্থানীয়রা।

7 family members died due to car accident in Rajasthan
Published by: Amit Kumar Das
  • Posted:April 15, 2024 5:06 pm
  • Updated:April 15, 2024 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা (Car Accident)। গাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু হল একই পরিবারের ৭ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ২ শিশু ও ৩ মহিলা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) সিকার জেলায়।

জানা গিয়েছে, মৃতরা উত্তরপ্রদেশের মীরাটের বাসিন্দা। রাজস্থানের সালাসার বালাজি মন্দিরে (Balaji Temple) পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। পুলিশ সূত্রের খবর, হাইওয়েতে দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। পথে একটি ট্রাককে ওভারটেক করার সময় উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে এড়াতে চেষ্টা করেন চালক। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িটিতে। যার জেরে পুড়ে মৃত্যু হয় একই পরিবারের ৭ সদস্যের।

Advertisement

[আরও পড়ুন: ‘বিচারব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র’, চন্দ্রচূড়কে চিঠি ‘উদ্বিগ্ন’ ২১ প্রাক্তন বিচারপতির]

স্থানীয়দের তরফে জানা গিয়েছে, চোখের সামনে মর্মান্তিক দুর্ঘটনা দেখে গাড়ির আগুন নেভাতে এগিয়ে আসেন অনেকেই। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির পাশে যাওয়া যাচ্ছিল না। এদিকে গাড়ির দরজা আটকে যাওয়ায় ভেতর থেকে দরজা খুলতে পারছিলেন না সওয়ারিরা। গাড়ির ভেতর থেকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন তাঁরা। স্থানীয়দের তরফে সাহায্যের চেষ্টা করা হলেও গাড়ির পাশে যেতে পারেননি কেউই। দমকলের ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পুড়ে মৃত্যু হয় গাড়িতে থাকা সব যাত্রীর।

[আরও পড়ুন: হুড়মুড়িয়ে গায়ের উপর ভেঙে পড়ল আস্ত বহুতল, যোগীরাজ্যে মৃত ২, আহত অন্তত ১৭]

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর থেকে পলাতক ট্রাকের চালক ও খালাসি। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি আশুতোষ গোয়েল নামে এক ব্যক্তির। বছর দেড়েক আগে গাড়িটি বিক্রি করেছিলেন তিনি। এই গাড়ি বিক্রির এজেন্টের খোঁজ শুরু করেছে পুলিশ। আর সেই সূত্র ধরে মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement