Advertisement
Advertisement

Breaking News

Surat

বিস্ফোরণের একদিন পর সুরাটের রাসায়নিক কারখানা থেকে উদ্ধার ৭ শ্রমিকের দেহ

অগ্নিদগ্ধ আরও ২৪ জন।

7 labour Died After Blast at Surat chemical plant | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 30, 2023 3:42 pm
  • Updated:November 30, 2023 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল গুজরাটের (Gujarat) সুরাটে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Blast) হয়। ওই ঘটনায় আহত হয়েছিলেন ২৪ শ্রমিক। এছাড়াও খোঁজ মিলছিল না ৭ শ্রমিকের। বৃহস্পতিবার দেহাংশ উদ্ধারের পর ৭ জনকেই মৃত বলে ঘোষণা করল পুলিশ। উত্তরকাশীতে সুড়ঙ্গ আটক শ্রমিকদের উদ্ধার করা হলেও গুজরাটের ঘটনায় ফের প্রমাণিত, দেশে শ্রমিক সুরক্ষা শিকেয়। এমনটাই বলছেন কেউ কেউ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বিস্ফোরণ ঘটে সুরাটের ইথার ইন্ডাস্ট্রিজের ওই কারখানায়। রাসায়নিক ভর্তি একটি ট্যাঙ্কে আগুন লাগায় বিপত্তি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের সদস্যরা। আহত ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও নিখোঁজ ছিলেন ৭ জন শ্রমিক। বৃহস্পতি তল্লাশি অভিযানে তাঁদের দেহাংশ উদ্ধার হয়েছে। এর পরেই ৭ শ্রমিকের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: যুদ্ধের বাজারেও স্বস্তি, ধনতেরাসের আগে সামান্য কমল সোনার দাম]

এদিকে শ্রমিক সুরক্ষার প্রশ্নে বিতর্ক দানা বেঁধেছে মোদি-শাহর রাজ্যে। ইথার ইন্ডাস্ট্রিজের মালিক অশ্বিন দেশাই গুজরাটের অন্যতম বড় শিল্পীপতি। তাঁর সম্পদের পরিমাণ ১.৩ মিলিয়ান ডলার। ধনকুবের শিল্পপতির কারখানায় এমন ঘটনা কীভাবে ঘটল? কেমন ছিল সুরক্ষা ব্যবস্থা? আদৌ ছিল কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বর্তমান পরিস্থিতিতে কীভাবে শ্রমিকদের পাশে দাঁড়ায় অশ্বিন দেশাই, সেটাও এখন দেখার।

 

[আরও পড়ুন: দেউলিয়া বিধি ‘স্বেচ্ছাচারী’ নয়, তবে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা রয়েছে: সুপ্রিম কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement