Advertisement
Advertisement
Gujarat

গুজরাটের বহুতলের ধ্বংসস্তূপ থেকে মিলল ৭ জনের দেহ, এখনও চলছে উদ্ধারকাজ

শনিবার দুপুরে হঠাৎই সুরাটের সচিন পালি গ্রামের একটি ছতলা বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

7 dead, many trapped after six-storey building collapses in Gujarat
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 7, 2024 9:30 am
  • Updated:July 7, 2024 9:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের সুরাটে বহুতল ভেঙে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। এখনও ধ্বংসস্তূপের নিচে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রয়েছে পুলিশ, দমকলবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

শনিবার দুপুরে পৌনে ৩টে নাগাদ হঠাৎই সুরাটের সচিন পালি গ্রামের একটি ছতলা বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ, দমকলবাহিনী ও এনডিআরএফের দল। যৌথভাবে শুরু হয় উদ্ধারকাজ। প্রথমে মনে করা হচ্ছিল ধ্বংসস্তূপের নিচে ৪-৫ জন আটকে থাকতে পারে। তার পর এদিনই এক মহিলাকে ভিতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রাতভর চলে উদ্ধারকাজ।

Advertisement

[আরও পড়ুন: সোমবার আস্থা ভোট, অনায়াসে জিতে মন্ত্রিসভা সম্প্রসারণ করতে চান হেমন্ত সোরেন

রবিবার সকালে সুরাট চিফ ফায়ার অফিসার বসন্ত পারেক সংবাদমাধ্যমে জানান, “গোটা রাত উদ্ধারকাজ চলেছে। আজ, রবিবার ভোর ৬টা নাগাদ ধ্বংসস্তূপের নিচ থেকে ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে।” জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত আহতের সংখ্যা ১৫ জন। এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। ৬ থেকে ৭ জনের আটকে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

গতকাল এই দুর্ঘটনা ঘটার পর সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট জানান, বহুতলটিতে ৩০টি ফ্ল্যাট ছিল সেখানে। পাঁচ থেকে ছটি পরিবার থাকত। প্রাথমিকভাবে অনুমান যাঁরা এখানে থাকেন তাঁরা এই এলাকারই বিভিন্ন কারখানায় কাজ করেন। ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে বহুতলটি নির্মাণ করা হয়েছিল। গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি চলছে সুরাটে। এর জেরেই বহুতলটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। তদন্ত চলছে।

[আরও পড়ুন: পুরীর রথ যাত্রায় যোগ দেবেন খোদ রাষ্ট্রপতি, ভিড় নিয়ন্ত্রণে সতর্ক পুলিশ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement