Advertisement
Advertisement

Breaking News

Bihar

বিয়ে করে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু নবদম্পতির

জোড়া দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের।

7 dead in two road accident in Bihar and Uttar Pradesh | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:May 7, 2023 3:34 pm
  • Updated:May 7, 2023 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুহুর্তে আনন্দ বদলে গেল বিষাদে। জোড়া দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের। প্রথম দুর্ঘটনায় বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে প্রাণ গেল নবদম্পতির। শোকের ছায়া দুই পরিবারে। ঘটনাটি ঘটেছে বিহারে। অন্যদিকে রবিবার ভোর রাতে বাস উলটে উত্তরপ্রদেশের মৃত্যু হল অন্তত ৫ জনের। জখম আরও ২০ জন।

শুক্রবার বিহারের নালন্দার সাতোয়া গ্রামের পুষ্পা কুমারীর সঙ্গে বিয়ে হয় নওয়াদার মহারানা গ্রামের শ্যাম কুমারের। বিয়ের অনুষ্ঠান সেরে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন শ্যাম। গাড়িতে নবদম্পতি ছাড়াও শ্যামের শ্যালিকা ও গাড়ির চালক ছিলেন। রাস্তায় বালিবোঝাই ট্রাক্টর ধাক্কা মারে গাড়িতে। ঘটনাস্থলেই নবদম্পতির মৃত্যু হয়। জখম বাকি দু’জন। এদিকে পলাতক ট্র্যাক্টর চালক। অভিযোগ, রাস্তা খারাপ থাকায় ওই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে।

Advertisement

[আরও পড়ুন; DA আন্দোলনে বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ কংগ্রেসের, শৃঙ্খলারক্ষা কমিটির রোষে মান্নান-অসিত-কৌস্তভ]

রবিবার ভোর রাতে উত্তরপ্রদেশের জালাউন জেলায় বাস উলটে প্রাণ গেল ৫ জনের। গুরুতর জখম অন্তত ২০। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, বরযাত্রীদের নিয়ে বিহার থেকে দিল্লিতে যাচ্ছিল বাসটি। জালাউন জেলায় বাসটিতে ধাক্কা মারে একটি গাড়ি। যার জেরে রাস্তার পাশে খালে উলটে যায় বাসটি। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আরও ২০ জন জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

[আরও পড়ুন; চোটমুক্ত রাখতে হবে গিলকে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ঝুঁকি না নেওয়ার নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement