Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir

দশবিধ স্নান থেকে রামলালা প্রতিষ্ঠা, রামমন্দির উদ্বোধনে ৭ দিনব্যাপী উৎসব অযোধ্যায়

রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে চাঁদের হাট।

7 day long ceremony before opening of Ayodhya Ram Mandir | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 29, 2023 3:51 pm
  • Updated:December 29, 2023 8:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন উপলক্ষে তৈরি অযোধ্যা। সাজিয়ে তোলা হয়েছে রেলস্টেশন, বিমানবন্দর। পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। সমস্ত প্রস্তুতির তদারকি করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই। জানা গিয়েছে, টানা সাতদিন ধরে উৎসব চলবে অযোধ্যায় (Ayodhya)। একেবারে শেষদিনে রামলালার প্রতিষ্ঠা করে উদ্বোধন হবে রামমন্দির। উদ্বোধনে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে নানা জগতের বিখ্যাত ব্যক্তিত্বরা।

রামমন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, টানা সাতদিন ধরে চলবে রামলালা প্রতিষ্ঠার অনুষ্ঠান। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২২ জানুয়ারি অনুষ্ঠান শেষ হবে। কী কী উৎসব এই সাতদিনে, তার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ১৬ জানুয়ারি দশবিধ স্নান দিয়ে শুরু হবে সাতদিনব্যাপী উৎসব। সরযূ নদীতে স্নান করবেন ভক্তরা। এছাড়াও বিষ্ণু আরাধনা ও গোদান হবে এই দিনে।

Advertisement

[আরও পড়ুন: বদলেছে দিন, অযোধ্যায় আর বিকোয় না বাবরি ধ্বংসের সিডি]

১৭ জানুয়ারি রামলালার বিগ্রহ নিয়ে শোভযাত্রা হবে অযোধ্যায়। সেখানে মঙ্গল কলসে করে সরযূ নদীর জল নিয়ে যাবেন ভক্তরা। পরের দিন গণেশ অম্বিকা পুজো, বরুণ পুজো, মাতৃকা পুজো, ব্রাহ্মণ বরণ, বাস্তুপুজো হবে। ১৯ জানুয়ারি যজ্ঞের পাশাপাশি অগ্নি ও নবগ্রহ স্থাপন হবে রামমন্দিরে। পরের দিন সরযূ নদীর জলে ধৌত করা হবে রামমন্দিরের গর্ভগৃহ। এছাড়াও অনধিবাস, বাস্তু শান্তি করা হবে ওইদিনই।

মন্দির উদ্বোধনের আগের দিনই ১২৫টি কলসের জল দিয়ে স্নান করানো হবে রামলালা বিগ্রহকে। ২২ জানুয়ারি রামলালার পুজো করে দুপুরের দিকে প্রতিষ্ঠা হবে রামলালা। ওইদিনই উদ্বোধন হবে রামমন্দির। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ১৫টি বিশেষ ট্রেনও চালানো হতে পারে। প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলির মতো তারকারা।

[আরও পড়ুন: সরলেন লালন সিং, নিজের দলে ফের সর্বাধিনায়ক নীতীশ, এবার নজরে দিল্লির কুরসি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement