Advertisement
Advertisement

Breaking News

Lok sabha Election 2024

কমলের কেন্দ্রেই কংগ্রেসের রক্তক্ষরণ! ‘হাত’ ছেড়ে পদ্মে ৭ কাউন্সিলর

কমল বিজেপিতে না এলেও কংগ্রেসের ঘরে সিঁদ কাটল বিজেপি

7 Congress councillors join BJP at Madhya Pradesh Before Lok Sabha Election 2024

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:March 6, 2024 8:44 pm
  • Updated:March 6, 2024 8:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশে বড় ধাক্কা কংগ্রেসের (Congress)। কমল নাথ (Kamal Nath) বিজেপি যোগের জল্পনা খারিজ করলেও ‘অপারেশন লোটাস’ জারি রইল মধ্যপ্রদেশে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ঘাঁটি হিসেবে পরিচিত ছিন্দওয়াড়াতে এবার ‘হাত’ ছেড়ে পদ্ম ধরলেন ৭ কংগ্রেস কাউন্সিলর। জানা যাচ্ছে, যে ৭ কাউন্সিলর এদিন বিজেপিতে যোগ দিলেন তাঁরা সকলেই কমল নাথের ঘনিষ্ঠ। তাঁদের বিজেপি যোগ স্বভাবিকভাবেই জল্পনা বাড়িয়েছে মধ্যপ্রদেশ রাজনীতিতে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রদেশে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ও তাঁর পুত্র নকুল নাথ (Nakul Nath)। যদিও শেষ পর্যন্ত দীর্ঘ টানাপোড়েনের পর মধ্যপ্রদেশ কংগ্রেসের ‘স্তম্ভ’ কমল জানিয়ে দেন, বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি। একই কথা জানান তাঁর পুত্রও। দু’জনকেই বলতে শোনা যায়, রাহুল গান্ধী আমাদের নেতা। পাশাপাশি কমলপুত্র নকুল বলেন, “আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে বিজেপির লোকেরা আমাদের বিজেপি যোগের সম্ভাবনা নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: অপহরণ ও তোলাবাজি মামলায় প্রাক্তন সাংসদ ধনঞ্জয়ের ৭ বছরে সাজা ঘোষণা আদালতের]

তবে কমল বিজেপিতে না এলেও মধ্যপ্রদেশ তো বটেই কমল নাথের নিজের কেন্দ্র ছিন্দওয়াড়াতে কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত। গত ২১ ফেব্রুয়ারি এই ছিন্দওয়াড়াতেই কংগ্রেসের দেড় হাজার নেতা-কর্মী যোগ দেন বিজেপিতে। সেই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেই ধারা অব্যাহত রইল মধ্যপ্রদেশে। এবার বিজেপিতে যোগ দিলেন কমল নাথের ঘনিষ্ঠ ৭ কাউন্সিলর। লোকসভা নির্বাচনের আগে ৭ কাউন্সিলরের বিজেপি যোগ কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: প্রশিক্ষণের সময় ভাঙল বিমান, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মহিলা পাইলট]

উল্লেখ্য, বিজেপি যোগের সম্ভাবনা খারিজ হওয়ার পর সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমল নাথ দাবি করেছিলেন মধ্যপ্রদেশে ১২ থেকে ১৩ টি আসন জিতবে কংগ্রেস। যদিও বিজেপি যেভাবে কংগ্রেসের ঘরে সিঁদ কাটতে শুরু করেছে তাতে কমলনাথের দাবি কতদূর বাস্তব, না নিয়ে যথেষ্ট সন্দেহ রাজনৈতিক মহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement