ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের এক ১৪ বছরের ছেলের পেটের ভিতরে মিলল ব্যাটারি, চেন, ব্লেড, স্ক্রু-সহ ৬৫ রকমের বস্তু। শেষপর্যন্ত তাকে প্রাণে বাঁচানো যায়নি। দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
হাথরাসের বাসিন্দা ওই কিশোরের বাবা সংকেত শর্মা পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। তিনি জানিয়েছেন, তাঁর ছেলের হঠাৎই শ্বাসকষ্ট হতে শুরু করে। গত ১৩ অক্টোবর তাকে আগ্রার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে রোগনির্ণয় করা যায়নি। একে একে চারটি হাসপাতাল ঘুরেও কোনও সমাধান মেলেনি। শেষপর্যন্ত দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি হয় সে। তাকে অস্ত্রোপচার হয়। সেখান থেকে উদ্ধার হয় ব্লেড, স্ক্রু, ব্যাটারির মতো একের পর এক বস্তু। দেখে হতভম্ব হয়ে যান চিকিৎসকরা। ২৮ অক্টোবর রাতে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, অন্ত্রের সংক্রমণেই মৃত্যু হয়েছে যোগীরাজ্যের ওই কিশোরের।
কিন্তু কী করে ওই বস্তুগুলি গেল তার পেটে? মনে করা হচ্ছে কোনও মানসিক সমস্যায় ভুগেই ওই জিনিসগুলি গলাঃধকরণ করেছে সে। কিন্তু এর আগে তার কোনওরকম শারীরিক বা মানসিক সমস্যা তার হয়নি বলেই দাবি মৃত কিশোরের বাবার। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই তার শ্বাস নিতে কষ্ট হতে থাকে। সেই শুরু। এর পর ক্রমেই তার অবস্থার অবনতি হতে তাকে। অবশেষে দিল্লির হাসপাতালে মৃত্যু হল তার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.